বিএনপি-আ.লীগ সংঘর্ষে পুলিশসহ আহত ৩১

বগুড়ার শে’রপুরে’ অবরোধের পক্ষে’-বিপক্ষে মিছিল করা নিয়ে আজ’ বুধবার (১৫ নভেম্ব’র) দুপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়ে’ছে। পুলিশ টিয়ারশেল

এবং রা’বার বুলেট ছুড়ে পরিস্থি’তি নিয়ন্ত্রণে আনে। দুপুর পৌনে ১২’টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত’ চলা সংঘর্ষে উভয় দলের ‘নেতাকর্মী এবং পুলিশের ‘ওসিসহ ৩১ জন আহত হয়েছেন।’ আহতদের মধ্যে বিএন’পি এবং আওয়ামী লীগের

৪ জনকে’ চিকিৎসার জন্য স্থা’নীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ‘নতুন করে যেন সংঘা’তের সৃষ্টি না হয় সেজন্য পুলিশ স’তর্ক অবস্থানে রয়েছে। ‘প্রত্যক্ষদর্শীরা জানান,

অবরোধে’র সমর্থনে সাবেক সং’সদ সদস্য গোলাম মোহাম্মদ ‘সিরাজের নেতৃত্বে দু’পুর পৌনে ১২টার দিকে বিএনপির ‘পক্ষ থেকে শেরপুর” বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া “মহাসড়কে একটি মিছিল “বের করা হয়। মিছিলটি

এগিয়ে যা’ওয়ার সময় পেছনে আওয়া’মী লীগের পক্ষ থেকে দলে”র উপজেলা কমিটির “সহসভাপতি শাহ জামাল সিরাজীর “নেতৃত্বে অবরোধবিরোধী “অপর একটি মিছিল

বের করা” হয়। পরস্পরবিরোধী “মিছিলে পাল্টাপাল্টি স্লোগান দে”ওয়াকে কেন্দ্র করে” উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উ”ত্তেজনা ছড়িয়ে পড়ে।এক”পর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ শু”রু করে। এর পরপরই “দুই পক্ষের মধ্যে

ধাওয়া-“পাল্টাধাওয়া এবং সংঘর্ষ” বেধে যায়। এ সময় মহাসড়কের” আশপাশের বেশ”কিছু দোকানে ভাঙচুর করা হয়। পরে” পুলিশ টিয়ারশেল এবং” রাবার বুলেট ছুড়ে

দুপুর সা”ড়ে ১২টার দিকে প”রিস্থিতি শান্ত করতে সক্ষম হয়। সংঘর্ষের “পর শেরপুর উপ”জেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বা”বলু দলীয় কার্যা”লয়ে সাংবাদিকদের কাছে অভিযো”গ করেন, তাদের মি”ছিলে আওয়ামী লীগের

নেতাকর্মীরা বিনা উ”সকানিতে হা”মলা চালায়। এতে আমাদের দলের ১”৫ নেতাকর্মী আহত” হন। অপরদিকে শেরপুর উপজেলা” আওয়ামী লীগের “”সাধারণ সম্পাদক

সুলতান মাহমুদ “জানান, তাদের দ”লের নেতাকর্মীরা শান্তির পক্ষে অবস্থান “নিয়েছিলেন। তিনি অ”ভিযোগ করে বলেন, বিএনপি নেতাকর্মীরা” ইটপাটকেল এবং’ ককটেল নিয়ে আমাদের নেতাকর্মীদে”র ওপর হামলা চা”লায়। তাদের

হামলায় আমাদের দলের ১”১ নেতাকর্মী আহত “হয়েছেন। শেরপুর থানার ওসি বাবু কু”মার সাহা সাংবাদিকদে”র জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে “গেলে অবরোধ

সম”র্থকদের নিক্ষেপ করা ইটপাটকে’লের আঘাতে তিনিস’হ পুলিশ বাহিনীর ৫ সদস্য আহত হ’য়েছেন। বর্তমানে

পরিস্থি’তি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে। নতু’ন করে কেউ যেন সং’ঘাতে জড়াতে না পারে সেজন্য আ’মাদের সতর্ক অব’স্থান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *