বিএনপির ৫১ নেতাকর্মী গ্রেপ্তার

রাজ’ধানীর কাকরাইলে মেরিনা আবাসি’ক হোটেল থেকে ‌‘ষড়যন্ত্রের পাঁ’য়তারা’র ‘অভিযোগে বিএনপির ৫১ জনকে গ্রেপ্তার “করেছে ঢা’কা মহানগর গোয়ে’ন্দা পুলিশ। মঙ্গলবার দিনগত” রাতে অভিযা’ন চালিয়ে তাদে’র গ্রেপ্তার করা হয়।

 

গোয়েন্দা “মতিঝিল বিভাগের উপ-পু লিশ কমিশনার (ডিসি) রাজীব আ”ল মাসুদ সংবাদমাধ্যম’কে বুধবার (১৮ অক্টোবর) বিষয়টি জা”নিয়েছেন।তিনি বলেন, রা জধানীর মতিঝিলের কয়েকটি আ”বাসিক হোটেলে কিছু ‘ব্যক্তি ‘ষড়যন্ত্রের

 

পাঁয়তারা’ করছে’-এমন তথ্যের “ভিত্তি’তে মঙ্গলবার রাতে সেখানে অ”ভিযান চালানো হয়। এ”ক পর্যায়ে কাকরাইলে মেরিনা হো”টেলে অভিযান চা”লাতে গেলে পুলিশের ওপর ককটেল ছুড়ে” মারা হয়। ত”বে এতে কেউ আহত হননি।

 

এ সময় ডিবি পু”লিশ সেখান থে”কে স্থানীয় বিএনপির ৫১ নেতা-কর্মীকে আ”টক করে। তাদে”র কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উ”দ্ধার করা হয়েছে। মহান”গর গোয়েন্দা শাখার (ডিবি) পু”লিশের এক কর্মকর্তা” বাদী হয়ে তাদের বিরুদ্ধে

 

মামলা করেন “ডিসি রাজীব আল “মাসুদ আরও বলেন, মামলায় গ্রেপ্তা”র স্থানীয় ৫১ জন নেতা”কর্মীকে আসামি করা হয়েছে। “এছাড়া অজ্ঞাতনামা ২০০-৩০”০ জনের কথা উল্লেখ করা “হয়েছে।জানা গেছে, মঙ্গলবার “রাত থেকে

 

বুধবার সকা”ল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান” থেকে গ্রেপ্তার ১৯৮ জন “বিএনপি নেতা কর্মীকে বিভিন্ন মামলা”য় গ্রেপ্তার দেখিয়ে আদা”লতে হাজির “করা হয়। শুনানি “শেষে আদালত পরে তা”দের কা”রাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

পুলিশ কর্ম””কর্তারা সংবা”দমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি নেতা-কর্মী”দের বিরুদ্ধে এর “আগের মামলা রয়েছে। সেসব মামলায় এ”বং বুধবার রাতে হ”ওয়া মামলায় তাদের গ্রেপ্তার করতে অভিযা”ন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *