বিএনপির সমাবেশের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী.

সরকার পতনের এক’ দফা দাবিতে আ’গামী ২৮ অক্টোবর রাজধানীর নয়া’পল্টনে মহাসমা’বেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ত’বে তাদের সমাবে’শের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পু’লিশ (ডিএমপি’) সি’দ্ধান্ত নেবে বলে

 

 

জানিয়েছেন ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসা’দু’জ্জামান খান কামাল। বুধবার (২৫ অক্টোবর’) দুপুরে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক’দের সঙ্গে আলাপ’কালে ‘এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্রম”ন্ত্রী বলেন, বিএনপি সমা’বেশের অনুমতি কীভাবে

 

 

চেয়েছেন সেটা পুলিশ কমিশ’নার জানেন। বিএনপি ঘোষণা দিয়েছেন সারা ‘বাংলাদেশে যা’রাই বিএনপি করে তাদেরকেই ঢাকায় নিয়ে ‘আসবেন। এত লো’ক ঢাকায় আসলে একটা অন্য ধরনের পরি’স্থিতি হতে পারে। এজ’ন্য তাদেরকে

 

 

কোথায় সমা’বেশ করতে দি’লে ভালো হবে সেটার সিদ্ধান্ত ডিএমপি ক’মিশনার নেবেন।জামা’য়াতের সমাবেশের বিষয়ে তিনি বলেন’, জামায়াতে ইসলা’ম নিবন্ধিত কোনো রাজনৈতিক দল ‘নয়। তাই তাদে’র সমাবেশের অনুমতি

 

 

দেওয়া হবে ‘না।সরকার প’তনের এক দফা দাবিতে বিএনপি মহাসমাবে’শ করবে। এক্ষেত্রে ‘আইন শৃঙ্খলার অবনতির কোনো আশঙ্কা’ আছে কিনা জা’নতে চাইলে তিনি বলেন, সরকার’ তো এমন কিছু নয় ‘যে ধাক্কা দিল আর পড়ে গেল।

 

 

এই সরকা’রের ভোটের মাধ্যমে’ ক্ষমতায় এসেছে। নিয়মানু’যায়ী নির্বাচন হবে’ তারপরেই সরকার পরিবর্তন হবে। তাই নিয়’ম রক্ষা করার জন্য ‘আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ‘তাদের যা ক’রার তারা সেটা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *