বাজারে আলু-পেঁয়াজের দাম কমেছে

ভারত থে°কে আলু ও পেঁ°য়াজ আমদানির° প্রভাব পড়েছে চাঁপাইনবাবগ°ঞ্জের স্থানীয়° বাজারে। আম°দানির ধাক্কায় গত দুদিনের ব্যবধা°নে প্রতি কেজি°তে আলু°র দাম ১৫ টাকা ও পেঁয়াজে° ৩০ টাকা ক°মেছে।রোববা°র (৫ নভেম্বর)

সকালে পুরাত°ন বাজারে পা°ইকারি ও °খুচরা কেনা-বেচায় এ চিত্র দেখা° যায়।চাঁপাইন°বাব°গঞ্জের °বাজারে দেশি আলুর দাম কেজি ™প্রতি ১২-১৫ টা°কা কমে ৪°০-৪২ টাকায় বিক্রি° হচ্ছে। আর ভা°রত থেকে আমদানি করা আলু ৩৬-৩৮ টাকা°য় বিক্রি হ°চ্ছে অন্যদি°কে পেঁয়াজের

দামও কে°জিতে অনন্ত ২৫ থে°কে ৩০ টাকা °কমেছে। প্রতি কেজি° দেশি পেঁয়াজ °বিক্রি হচ্ছে ১১০ থে°কে ১২০ টাকা°য়। আর ভারতী°য় পেঁয়াজ বি°ক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা°য়।আমদানিকা™রক ও পা°ইকারি বিক্রেতা° জহরুল ইসলাম জানা°ন, ভারতীয়° আলু আমদা°নির দুদিন

আগেও আড়তে দেশি আলু ছিল ৫০ টাকা কেজি । এখন তা ১০ °টাকা কমে ৪০ টাকায় °বিক্রি হচ্ছে। °আর ভারতীয় আ°লু বিক্রি° হচ্ছে ৩৩ থে°কে ৩৪ টাকা°য়।খুচরা আলু °বিক্রেতা মা✓মুন জানান°, আমি দে°শি আলু কে™জিতে ৪০-৪২ টা°কায় বিক্রি °করছি। আর ভারতীয়

°আলু বিক্রি° হচ্ছে ৩৬-৩৮ টাকা কে°জি ।পেঁ°য়াজের পাইকা™রি বিক্রেতা আনা°রুল ইসলাম জানান°, চারদিন আগেও °ভারতীয় পেঁ°য়াজ ছিল ৯০-৯৫ টা°কা কেজি। এখন তা™° কমে° প্রতি কে™জি পেঁয়াজ ৫০-৭০ টা°কায় বিক্রি হচ্ছেপে°য়াঁজের খুচরো° বিক্রেতা ম°নিরুল জানান, আমি °দেশি °পেঁয়াজ ১১০-১২০ টাকা আ°র ভারতীয়

পেঁয়াজ ৬০-৬৫ টাকা কে✓°জি দরে বিক্রি° করছি।বিক্রে°তারা °জানিয়েছেন, আলু ও °পেঁয়াজ °আমদানি অ°ব্যাহত থাক™লে আলুর দাম° আরও কমে° কেজি প্রতি অন্তত ৩০ টাকা হ°বে। অন্যদিকে° পেয়া°জের°° দাম আ°রও কিছু°টা কমতে পারে।ত°বে ভারত থেকে আসা আলুর বস্তায় ছো°ট ও °কাটা আলু °থাকায় কিছুটা

অসন্তো°ষ আছে ব্য°বসায়ীদের।চাঁপাই°নবাবগঞ্জের সোনামস✓জিদ স্থলবন্দর° কাস্টমের° ডেপুটি কমিশনার প্রভাত ™কুমার সিংহ °জানান, শুক্র ও শ°নিবার দুদিনে ভার°ত থেকে ২১টি °✓ট্রাকে °৫৬৮ টন✓ আলু এসেছে। এ ছা™ড়াও শনি°বার এ বন্দর দিয়ে ৫১টি° ট্রাকে ১৪৫৩ টন পেঁ™য়াজও °আমদানি° হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *