বাকারাসহ ৩ সুরা ভালো করে পড়ার শর্তে আসামির সাজা স্থগিত

বাকারাসহ ^৩ সুরা ভালো° করে পড়ার শ°র্তে আসামির সাজা স্থগি^তইয়াবার° মামলায় ছ°য় মাসের° সাজা স্থগিত করে °মো. ইয়াকুব আ°জাদ নামে এক° আসামিকে পবিত্র আল কো°রআনের° ৩ টি সুরা° ভালো করে °পড়ার নির্দেশ দিয়ে^ছেন আদালত। °সেই সঙ্গে আ°সামিকে ৫০টি গাছ লা°গা°তে °এবং মাদরাসা°য় ভালো মানের° কিছু

ধর্মীয় ব°ই উপহার দিতে° বলা হয়েছে। °রোববার (৫ নভেম্বর) ঢাকা°র বিশেষ জ°জ আদালত°-৬ এর বিচারক মঞ্জুরুল ইমা°মের আদালত° ইয়াবা মাম°লার সাজা স্থগিত করে এ আ°দে°শ দেন। আদাল°ত সূত্রে জা°না গেছে, আপিল শুনা°নিতে আই°নজীবী জায়েদু°র রহমানের মাধ্যমে আসামি প্রবে™শন আইন °অনুযায়ী দোষ °স্বীকার করে

ক্ষমা প্রা™র্থনা করেন। শুনা™নিকালে কাঠ™গড়ায় থাকা আসামির °কাছে বিচা°রক জানতে চান°, ‘আপনার (আসামি°) ছেলে-মেয়ে °আছে?’ জবা°বে আসামি বলেন, ‘এ°ক ছেলে মাদ°রাসায় হা°ফেজি পড়ে, আর মেয়ে ছোট।°’ তখন বিচার°ক জিজ্ঞাসা ক°রেন, ‘ঘর পবিত্র করার° জন্য ছেলেকে° হাফেজি °পড়াচ্ছেন, সে

আপনার জ°ন্য দোয়া করবে, °মরে গেলে °জানাজা পড়াবে, ™°আর আপনি° ইয়াবা মামলা°র আসামি।এরপর বিচারক° বলেন, ‘আপনি কি™ পড়ালেখা™ করেছেন?’ আসামি ব°লেন, ‘আ°মি মাদরাসা থেকে° ফাজিল পাস করেছি।✓’ এরপর বিচার✓ক বলেন, ‘ছে✓লে মাদরাসায় হাফেজি পড়ে°, আপনি ফাজিল° পাস। কেন° ইয়াবার মামলার আসামি হ°লেন?’°° আসামি ব°লেন, ‘স্যার

আমাকে ইয়াবা দিয়ে মামলা° দিয়েছে।’ এ°রপর বিচারক বলেন, °‘পবিত্র কোরআনে°র কোন সুরা°য় মাদক সম্পর্কে বলা আছে জানেন? সুরা° বাকারা, মায়ে°দা ও নিছা ভালো করে পড়বেন°। এর মধ্যে পা°বেন মাদক সম্পর্কে বলা কথা°।’ এরপর °বিচারক বলেন, ‘আপ°নার সাজা স্থগিত ক°রা হলো। আর° প্রবেশন অফি°সারের তত্ত্বাবধানে থেকে °আপনি (আসা°মি) ৫০টি গাছ °লাগাবেন, পবিত্র

আল কোরআ°নের সুরা °বাকারা, মায়েদা°, নিছা ভালো করে পড়বে°ন এবং আপনা°°র ছেলে যে° মাদরাসায় পড়ে সে মাদরাসায়° ভালো মানে°র কিছু বই °উপহার দেবেন।’মা°মলা সূত্রে জানা °যায়, ২০১০ সালের ৩ নভেম্বর শাহবাগ™ থানাধীন হো°টেল আপ্যা™য়নের পূর্বপাশ থে™কে ৫ পিস °ইয়াবাসহ মো. ইয়াকু™°ব আজাদকে গ্রেপ্তার °করা হয়। ও✓ইদিন মাদকদ্র✓ব্য নিয়ন্ত্রণ

অধিদপ্তরে°র পরিচাল™ক কাজী হাবি™বুর রহমান একটি মামলা করে°ন।মামলাটি° তদন্তের পর° মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর °ওই বছরের ৯ °ডিসেম্বর আ°দালতে চার্জশিট দাখিল ✓করেন। মামলা✓র বিচার ✓শেষে ২০১৫ সালের ৫ জুলাই তা°কে ছয় মাসে°র কারাদণ্ডের° আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপ°°লিটন ম্যাজিস্ট্রে✓ট আদালত°। কারাদণ্ডের পাশা°পাশি° তাকে এক হাজার °টাকা জরি°মানার করেন।

জরিমানা° দিতে ব্যর্থ ✓হলে আরও °°১৫ দিনের কারাভো✓গের আদেশ দেন ✓আদাল°ত। ও°ই সময় আসামি প°লাতক ছিলেন।রা°য়ের পর °আসামি পরোয়ানামূলে ২০২০ °সালের °২৬ অক্টোব°র গ্রেপ্তার হন এবং একই° বছরের ২ ন°ভেম্বর তিনি °জামিন পেয়ে ঢাকা মহানগ°র দায়রা °জজ আদালতে °°আপিল দায়ের করেন।

আপিল° শুনানির জ°ন্য বিশেষ জ°জ আদালত-৬- এ মামলাটি ব°দলি হয়।রো°ববার আপি°ল শুনানিতে আইনজী°বী জায়েদুর° রহমানের মাধ্য°মে° আসামি প্রবেশন আইন অনুযা°য়ী দোষ স্বীকা°র করে ক্ষমা° প্রার্থনা করলে আদাল°ত এ রায় দেন।°

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *