বাইডেনকে থামতে বাধ্য করলেন ফিলিস্তিন সমর্থক

ফিলি’স্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ‘নীতি নিয়ে ‘মার্কিন প্রেসিডেন্ট ‘জো বাইডেনের ওপর ‘নাখোশ ডেমোক্র্যা’টরা, বিশেষ করে তরু’ণ মার্কিন ভো’টাররা। ইসরায়েলি’ হামলায় অবরুদ্ধ’ গাজা উপত্যকায় ফিলিস্তিনি’রা যে সহিংসতার ম’ধ্যে দিয়ে যা’চ্ছে, তারা তা ভালোভাবে নে’য়নি। এবার সেই ক্ষো’ভের বহিঃপ্রকাশ দেখা দেল’ এক অনুষ্ঠানে।

 

 

আলজা’জিরার খবরে বলা ‘হয়েছে, গতকাল শ:নিবার (১৪ অক্টোবর) রা’তে ওয়াশিংটন ‘ডিসিতে এক’টি জাতীয় মানবাধিকার ‘প্রচারাভিযানে ভাষণ দি’চ্ছিলেন বাইডেন।

 

 

এ সময় ভাষ’ণের মাঝে কিছুটা সময়ের’ জন্য বাধার মুখে পড়েন তি’নি। এক ফিলিস্তিন ‘সমর্থক তাকে থামি’য়ে দিয়ে বলেন, ‘গাজা’কে বাঁচতে দিন, এখনই যুদ্ধ’বিরতি করুন।’

 

ফিলিস্তিনপ’ন্থি এই বিক্ষোভকা’রী এসব কথা ‘বললেও কিছু সময় থে’মে ভাষণ চালিয়ে’ যান বাইডেন। ‘তিনি বলেন, ‘গাজায় বসবাস’কারী বেশিরভাগ মানুষ ‘নিরীহ ফিলিস্তিনি। তাদের হামা’সের সঙ্গে কিছু নেই।’

 

 

ফিলিস্তি’ন ইস্যু নিয়ে নিজ’ দলের ভেতরই বে’শ বিপাকে পড়েছেন মা’র্কিন প্রেসিডেন্ট বাইডে’ন। অবরুদ্ধ গাজায় খাবার, পানি ও বি’দ্যুৎ সরবরা’হ সচল এবং মা ‘নবিক

 

 

এই সংকট নি’রসনে গত ২৪ ঘণ্টায়’ প্রেসিডেন্ট বা’ইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যা’ন্টনি ব্লিঙ্কেনকে এক’টি চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের’ নিম্নকক্ষ প্রতিনিধি ‘পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা।

 

গত শনিবা’র (৭ অক্টোবর) ইসরা’য়েলে’ হামাসের হামলার পরপর তেলআবিবে’র পাশে দাঁড়িয়েছে যু’ক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। ইসরা’য়েলের প্রতি সমর্থন প্রদ’র্শনের অংশ হিসেবেই দেশ’টি সফরে যান মার্কিন প’ররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ইসরায়েলের হা’মলা: আদরের পাখিটিকে ফেলে আসেনি ‘&ফিলিস্তিনি শিশু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *