বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি বলল চীন

বাংলাদেশের’ রাজনৈতিক অবস্থা নিয়ে: চীনের কো’নো বক্তব্য নেই বলে জানিয়েছেন’ বাংলাদে’শে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন”। তিনি বলেন, ‘এই সমস্যা বাংলাদেশের’ জনগণই সমাধান করবে। ‘তবে বন্ধু রাষ্ট্র

হিসেবে বাংলা’দেশে স্থিতিশীল ও উ’ন্নত পরিবেশ দেখতে চায় চীন।’বৃহস্পতিবার (৯ নভেম্বর) ‘এসব কথা বলেন ইয়াও ওয়েন। তি’নি বলেন, কেমন ‘গণতন্ত্র, কেমন

নির্বাচন হবে’ তা বাংলাদেশের :জনগণ নির্ধারণ করবে। চীন বিশ্বাস ‘করে, সংবিধান অনুযা’য়ীই ভোট হবে। নির্বাচনের প’রেও ঢাকা বেইজিং” সম্পর্ক অটুট থাকবে বলেও জানান ‘রাষ্ট্রদূত।বৈদিশিক ‘মুদ্রার রিজার্ভ সংকট

নিয়ে চীনের কো’নো সহযোগিতা:’ বাংলাদেশ চায়নি উল্লেখ করে ইয়াও: ও’য়েন বলেন, এ নিয়ে: কোনো সহযোগিতা বাংলাদেশ’ সরকার চায়নি। তবে ‘:প্রস্তাব

পেলে পাশে থাকার আ’শ্বাস দেন তিনি।চীন’ সমস্যার দ্রুত সমাধার চায় মন্তব্য করে রাষ্ট্রদূ’ত জানান, স্থিতি’শীলতার স্বার্থে মতভেদ কাটিয়ে সব দল’ ভোটে অংশ নে’বে বলে

আশা রাখে বেইজিং। রা’জনৈতিক দলগুলো’র মধ্যে দূরত্ব কীভাবে কমবে, তা’ তারাই নির্ধারণ কর’বে। তবে চলমান রাজনৈতিক অ’স্থিরতায় চীনা’ নাগরিকরা অনিরাপদ বোধ করে না বলে’ও জানান ‘ইয়াও ওয়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *