বাংলাদেশিদের ভিসা নিয়ে ওমানের দূতাবাসের বিবৃতি

বাংলাদে°শি নাগরিক°দের নতুন ভিসা প্রদা°ন স্থ°গিত করার বি°ষয়ে বিবৃতি দি°য়েছে ঢা°কায় ওমা°নের দূতাবাস। তারা জানি°য়েছে, গত সপ্তা°হে ওমানে বাংলা°°দেশিদের ভিসা স্থগি°তের সিদ্ধান্ত অস্থা°য়ী এবং অরাজ°নৈতিক।রোব°বার (৫ নভেম্বর) ঢা°কার ওমান দূতা°বাসের বরাত এ খবর জা°নিয়েছে ওমানে°র সংবাদমা™ধ্যম মা™স্কট

ডেইলি।দূ°তাবাসের বি°বৃতি অনু°যায়ী, সিদ্ধা°ন্তটি সাময়িক প্রকৃ™তির। সং™শ্লিষ্ট কর্তৃ°পক্ষ তাড়াতাড়ি পর্যা°লোচনা প্রক্রিয়াটি শেষ ক™রার চেষ্টা চালা™চ্ছে। পর্যা™লোচনা প্রক্রিয়া শেষে নির্দে™শিকা অনু™™সারে আবার ভিসা দে™ওয়া শুরু

করবে। এ=তে আরও বলা হয়, প্রবাসী° শ্রম°বাজার নিয়ন্ত্রণে বি°দ্যমান আই°নগুলোর আ°লোকে ও°মানের কর্তৃ™পক্ষ ব্যাপক পর্যা°লোচনার পর এ সি°দ্ধান্ত নিয়েছে।সাম™য়িক স্থগি™তাদেশের° কারণ হিসেবে দূ™তাবাস জানিয়েছে, বা™জারে ক্রম™বর্ধমান অ™বৈধ শ্রমিকদের

নিয়ন্ত্রণ ক™রার জন্য এই পদ°ক্ষেপ নেওয়া হ°য়েছে। শ্রমিক এবং নিয়ো°গকারীর অধি™কার সম্পূর্ণ সুরক্ষি°ত আছে কিনা তা নি™শ্চিত করা হবে।এর ™আগে বৃহস্প°তিবার (২ নভে°ম্বর) ওমান দূতাবা°স এক প্রেস বিজ্ঞ°প্তিতে দেশটিতে বসবা°সরত বাংলাদে°শিদের অব™দানের প্র✓✓শংসা করে

জানায়, ভিসা প্রদান স্থগিত করার সি°দ্ধান্তটি অন্যান্য দেশের নাগ°রিকদের ক্ষে°ত্রেও সমভাবে কা°র্যকর করা হয়েছে এবং সিদ্ধা°ন্তটি সাম°য়িক পদ°ক্ষেপ। ওমান কর্তৃপ°ক্ষের এই সিদ্ধান্ত কোনো°ভাবেই রাজ°নৈতিক গতি-

প্রকৃ°তির নয়। এটি ওমা°নের শ্রম বা✓জারের চাহিদা ও স্থিতিশী°লতা সামঞ্জস্য°পূর্ণ করার একটি প্রয়া°স।বর্তমান শ্রম আইন অনু°সারে শ্রমিক ও নিয়ো°গক°র্তা উভ°য়ের অধিকার নিশ্চি°ত করার উদ্দে°শ্যে প°দক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃ°পক্ষ তা✓দের আ✓ন্তরিক প্রচেষ্টা

অ°ব্যাহত রেখেছে যাতে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় এবং চলমান পর্যালো°চনার প্রেক্ষি✓তে পুন✓রায় ভিসা প্রদান কার্যক্রম শু°রু করা যায়।এ°দিকে বৃহস্প°তিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণা°লয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মে°লনে

শিগ°গিরই ওমা°নের ভিসা খু°লে দেওয়ার প্র°ত্যাশা করেন পররাষ্ট্র প্রতি°মন্ত্রী মো. শাহ°রিয়ার আ°লম বলেন, ওমান বাংলা°দেশের জন্য যে ভি°সা স্থগিত ক°রেছে, তা শিগ°গিরই খুলে ™\দেওয়া হবে। তা°দের কাছ থেকে প্রতি°শ্রুতি পে°য়েছি। কিন্তু খো°লার আগে ৩১ অ✓ক্টোবর পর্যন্ত যারা° ভিসা পে°য়েছেন তারা ওমানে যে✓তে

পারবেন। দ°ক্ষিণ এশি°য়ার আরে°কটি দেশকেও ভিসা স্থগিত করার মাস° দুয়েক প°রে খুলে° দি°য়েছে।প্রতিমন্ত্রী জা°নান, ওমানে বি°দেশি শ্রমি✓কের অর্ধেক হলো° বাংলা°দেশি। যে কো°নো বাজা°রে সীমা°হীন চাহিদা থাকে না। যে চাহি°দা নিয়ে কর্মী°রা গেছেন °তার কিছু ব্যত্যয়

হয়েছে। ওখা°নে কিছু অপ°প্রয়োগ হয়েছে। মধ্য°স্বত্ব°ভোগীরা অপব্যব°হার করে°ছে। ভবি°ষ্যতে যারা যাবেন তা°দের জন্য বার্তা থা°কবে অবশ্যই কাগজ°পত্র যাচাই-বা°ছাই করে চাক°রি নি°শ্চিত করে যা°বেন।এক প্রশ্নের জবাবে কূট°নীতিকদের ভি=সা এবং সরকারি

কর্মকর্তাদের ক্ষে=ত্রে ওমা=নের ভিসা স্থগিত প্রক্রিয়া থাকছে না জা=নিয়ে শাহরিয়ার বলেন, যদি কোনো° ব্যবসায়ীর যেতে সমস্যা মনে হলে, তারা আমা°দের সঙ্গে যোগাযোগ করবেন°।ওমানে ভিসা স্থগিত প্রসঙ্গে পররাষ্ট্র°মন্ত্রী ড. এ কে আব্দুল মো°মেন বলেন, বিষয়°টি আক°স্মিক।

হঠাৎ করেই এ ঘো°ষণা এসেছে, দূতাবা°সকেও আ=গে জানায়নি। ত°বে এসব ব্যা°পারে আগে=ও অনেক দেশকে দিয়েছে, ক=দিন পরই ভিসা দেও=য়া শুরু ক=রবে বলে আশা কর°ছি।ড. মো=মেন বলেন, গত বছর এ=ক লাখের বেশি কর্মী° ওমান গেছেন। ঠি°কমতো চাক°রির ব্যবস্থা না

করে এদের° অনেককে আদম ব্যবসা=য়ীরা পাঠি=য়েছেন। এসব দুর্ঘ°টনার কার=ণে হয়তো ওরা ব✓ন্ধ করেছে। ওদের সঙ্গে আলো°চনা করছি, এটা চি°রস্থায়ী না। এ স°ময় বাংলা°দেশিদের অবৈধ°ভাবে বিদেশে না যাও°য়ার অনুরোধ জানান পররা°ষ্ট্রমন্ত্রী।উল্লেখ্য, গত ৩১ অক্টো=বর রয়্যাল

ওমান পু°লিশ (আর°ওপি) এক বিবৃতি°তে জানিয়েছে, বাংলা°দেশের নাগরিক°দের জন্য সব ধর°নের ভিসা দেও=য়া স্থগিত করে°ছে ওমান। আর এটি গত মঙ্গ=লবার থেকেই কার্য=কর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *