ফিলিস্তিন নিয়ে মুসলমানদের উদ্দেশে এবার ইরাকি নেতার বার্তা

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে এবার মুখ খুললেন ইরাকের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী-

 

 

 

 

ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

 

 

 

 

ইরাকের এ শীর্ষ আলেম সোমবার (৯ অক্টোবর) এক বার্তায় এ আহ্বান জানান।

 

 

 

 

 

আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি বলেন, ‘চলমান বাস্তবতায় সব মুসলমানের উচিত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করা এবং তাদের অধিকার পুনরুদ্ধার করা।’

 

 

 

 

 

 

ফিলিস্তিনের মুসলিম জনগণের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইরাকের এ শীর্ষ আলেম বলেন, ‘তাদের চিৎকারে সাড়া দিতে আমরা সব মুসলমানের প্রতি আহ্বান জানাই।’

 

 

 

গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানি বলেন, ‘আগ্রাসীদের হত্যাযজ্ঞ থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে এবং ছিনতাই হয়ে যাওয়া তাদের অধিকার ফিরিয়ে দিতে সাহায্য করুন।’

 

 

 

তিনি বলেন, ‘ইসলামী ভূমি ও ফিলিস্তিনকে অবশ্যই দখলদারদের কবল থেকে নিরাপদ করতে হবে।’

 

 

 

 

 

গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসব হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।

 

সূত্র : পার্সটুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *