ফিলিস্তিনি যোদ্ধাদের ধ্বংসে ভয়ংকর পরিকল্পনা দিল ফ্রান্স

ফিলিস্তিনের ‘স্বাধীনতাকামী সংগ’ঠন হামাসের হামলায় একপ্রকার না’স্তনাবুদ হয়ে গে’ছে ইসরায়েল। তাই সংগঠনটিকে ‘নির্মূল কর’তে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা করেছে তেলআবিব। ‘তার সঙ্গে সমর্থন ‘ও সহযোগিতা দিয়ে যুক্ত

 

 

হয়েছে গোটা পশ্চি’মা বিশ্ব। সেই সমর্থনে’র অংশ হিসেবে এবার ‘ ধ্বংসে’ নতু’ন পরামর্শ দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ‘হামাসের বিরুদ্ধে লড়াই’য়ে তেলআবিবের প্রতি স’মর্থনের অং’শ হিসেবে বাইডেন ‘ও সুনাকের পর

 

 

ইসরায়েল ‘সফরে যান ফরাসি’ প্রেসিডেন্ট। সেখানে যুদ্ধ পরিস্থিতি’ ও সহা’য়তা নিয়ে আলোচনা’ করেন ইসরায়েলের প্রেসিডেন্ট ও’ প্রধানমন্ত্রীর ‘সঙ্গে। তিনি’ ‘হামাসকে ধ্বংস করতে’ আন্তর্জা’তিক বাহিনী গঠন করে’ লড়াইয়ের কথা

 

 

জানা’ন। বর্তমানে’ পশ্চিমা জোটের গঠিত’ এ ধরনের বাহিনী ইরাক ও ‘সিরিয়াতে ইসলামি’ক স্টেটসে’র বিরুদ্ধে লড়াই করছে’।জেরুজা’লেমে ইসরায়েলি প্রধান’মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গে এক সংবা’দ সম্মেলনে ‘অংশ নিয়ে মাখোঁ

 

 

জানান, ফ্রা’ন্স ও ইসরায়েল উভয় ‘দেশে’র একক শত্রু সন্ত্রাস’বাদ। এ’ সময় ফিলিস্তি’নি স্বাধীন’তাকামী সংগঠনটির বিরুদ্ধে’ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধী’ন আন্তর্জাতি’ক বাহিনী গঠনের প্রস্তাব ‘দিলেও তার কোনো’ বিস্তারিত বর্ণনা’ দেননি মাখোঁ।

 

 

এমনকি যে’খানে ইসরায়ে’লে এ ধরনের জো’টের সদস্যভুক্ত নয়। তবে ফ’রাসি প্রেসিডে’ন্টের উপদে ষ্টারা জানান, আন্তর্জাতি’ক বাহি’নী সরাসরি যুদ্ধে অং শ’ নেবে এমনটা নয়,  বরং তারা’ ইসরায়েলের সঙ্গে গো’য়েন্দা তথ্য শেয়ার

 

 

করে নিতে” পারে।মাখোঁ বলেন, হা’মাস একটি সন্ত্রাসী সংগঠন’, যা’রা ইসরায়ে’লকে ধ্বংস ক’রতে চায়। আমি ইসরায়েলকে বলতে চাই তা’রা একা নয়। ই’রাক ও সিরিয়াতে দায়েশের ‘বিরুদ্ধে যুদ্ধরত আ’ন্তর্জাতিক বা’হিনী

 

 

যদি হামা:সের বিরুদ্ধে :যুদ্ধ করতে চায় তা:হলে ফ্রান্স প্রস্তুত আছে। আমি :আমাদের আন্ত:র্জাতিক অং’শীদারদের বলতে চাই যে, আ’মরা চাইলে হামাসের বিরুদ্ধে’ লড়তে একটি আঞ্চলিক’ ও আন্তর্জাতিক বাহিনী গঠ”ন করতে পারি।

 

 

হামাসের ‘বিরুদ্ধে লড়াইয়ের কথা বল’লেও চলমান যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছ’ড়িয়ে পড়ার ব্যাপারে সত’র্ক করেন ফরাসি প্রেসিডেন্ট। তি”নি জানান, হামাসকে কো’না প্রকার সহানুভূতি দে’খানো যাবে না। তবে যুদ্ধে’র নিয়ম-নীতিও

 

 

মেনে চলতে হবে। মাখোঁ’র’ প্রস্তাবের জবাবে সরা”’সরি কিছু না বললেও নেতানিয়া’হু জানান, এটি কেবল ই’সরায়েলের একার যুদ্ধ নয়, বরং ‘এটা আমাদের সবার যুদ্ধ।এ’ই সফরের ভারসাম্য প্রমাণে শুধু’ ইসরায়েলি নেতাদের স’ঙ্গে দেখা

 

 

করেই সফর শেষ করে’ননি মাখোঁ। পাশপাশি ফি’লিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ‘সঙ্গেও দে:খা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *