ফিলিস্তিনিদের নামে কাউকে চাঁদা না দেওয়ার অনুরোধ রাষ্ট্রদূতের

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষদের নামে কিছু লোক বাংলাদেশে চাঁদা তুলছে বলে অভিযোগ করেছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। বুধবার (১১ অক্টোবর) একটি সংবাদ মাধ্যমে এমন অভিযোগ করেন তিনি।

 

 

 

এ সময় ফিলিস্তিনের মানুষদের জন্য কেউ চাঁদা চাইলে না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

 

 

 

 

তিনি জানান, গাজা ও পশ্চিম তীরের মানুষদের জন্য তহবিল সংগ্রহের জন্য কোনো সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়নি।

 

 

 

 

রাষ্ট্রদূত এ ধরনের তহবিল সংগ্রহের উদ্যোগ সম্পর্কে সতর্ক থাকার জন্য বাংলাদেশের মানুষদের অনুরোধ জানিয়েছেন।

 

 

 

গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

 

 

এসব হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ এ পর্যন্ত কতজন মারা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *