প্রধান বিচারপতির বাসভবনে হামলাকারীর পরিচয় জানাল র‌্যাব

গত ২৮ *অক্টোবর °প্রধান বিচার°পতির বাসভবনে হামলাকারী°দের পরিচয়° পাওয়া গেছে° বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাক°শন ব্যাটা°লিয়নের (°র‌্যাব) আইন ও গণমাধ্য°ম শাখার পরি°চালক কমা°ন্ডার খন্দকার আল মঈন।°সোমবার (৬ °নভেম্বর) তার °কার্যালয়ে

গণমাধ্যমক°র্মীদের প্র°শ্নের জবাবে° তিনি এ কথা বলেন।খন্দকার °° মঈন ব°লেন, প্রধান °বিচারপতির বাসভবনে যে হামলা° হয়েছিল সে°খানকার সি°সিটিভি ফুটেজ এবং গণমাধ্যমে°র ভিডিও °পর্যালোচনা ক°রে আলী হোসেন

নামে এক°জন ব্যক্তিকে° পাওয়া গে°ছে যিনি সেখানে সক্রিয়ভা°বে অংশগ্রহণ °করেছিলেন।°আলী হোসেনের তথ্য পর্যালোচনা° করে দেখা °গেছে তিনি কু°ষ্টিয়ায় একটি বিরোধীদ°লের সক্রিয় স°দস্য। তিনি° ওই এলাকায় মাদক

চোরা°কারবারির স°ঙ্গেও সংশ্লিষ্ট। ইতো°পূর্বে বিভিন্ন অপরাধ°মূলক কর্মের জ°ন্য তিনি কারা°ভোগ করেছেন, যোগ ক°রেন খন্দ°কার আল মঈ°ন। °তিনি বলেন, অবরোধের °প্রথম দিন শ্রীপু°র এলাকা°য় ঢাকা-ময়মনসিংহ

মহাসড়°কে বেশ কিছু° গাড়ি ভাঙচুর° করা হয় এবং রাস্তায় অ°গ্নিসংযোগ করে° অবরোধকা°রীরা আতঙ্কের সৃষ্টি করে। °ওই ঘটনায় এ°কটি মাম°লা দায়ের করা হয়। সেই মামলার প্র°ধান আসা°মি আমিনুল° ইসলামকে আমরা

গ্রেপ্তার °করেছি। গণমা°ধ্যমের ফুটেজ° এবং সিসিটিভি ফুটেজে আম°রা দেখেছি তি°নি নিজে° দাঁড়িয়ে থেকে নেতৃ°ত্ব দিয়েছেন, °অগ্নিসংযোগ এবং °গাড়ি ভাঙচুর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *