প্রধানমন্ত্রীর সাথে জাপার ১৬ এমপির সাক্ষাৎ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোশক রওশন এরশাদ ও দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ জাপার ১৬ এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারা সাক্ষাৎ

 

 

করেন। এ সময় সংসদ কক্ষে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত থাকলেও তিনি আসেননি বলে জানা গেছে।প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে উপস্থিত জাপার এক এমপি জানান, দলের এমপি রওশন আরা মান্নানের তত্ত্বাবধানে

 

 

আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাওয়া।তিনি জানান, প্রধানমন্ত্রী তার দপ্তরে যে চেয়ারে বসেন তার সামনে চারটি চেয়ারে কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, রওশন আরা মান্নান এবং রুস্তম আলী ফরাজী বসেছিলেন। আমরা

 

 

সবাই দাঁড়িয়ে ছিলাম। এদিকে জাপার একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী খুব ব্যস্ত ছিলেন। অফিস কক্ষে পাঁচ থেকে সাত মিনিট অবস্থান করেছি। এরমধ্যে কাজী ফিরোজ, বাবলা এবং রওশন আরা মান্নান কিছু কথা বলেন।

 

 

কি কথা হলো জানতে চাইলে এক এমপি জানান, শুধু রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করা হয়েছে।রওশন এরশাদ, জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল

 

 

ইসলাম মাহমুদ, সাদ এরশাদ, মশিউর রহমান রাঙ্গা, লিয়াকত হোসেন খোকা এবং রানা মোহাম্মদ সোহেল ছাড়া জাপার ১৬ এমপিই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।এদিকে গতকাল সন্ধ্যায় গুলশানের একটি বাসায়

 

জাপা নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক বৈঠক করেছেন বলে জানা গেছে। জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মাওলা এই বৈঠকের আয়োজন করেন। এতে দলের চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *