প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে হামলা…

কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে আসা মানুষদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন; যাদের একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীমুড়া কামিল মাদ্রাসা মাঠ ও পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মাদ্রাসা মাঠের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলো কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নানের।

তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (রাজনৈতিক)। মান্নানের ভাষ্য- ঘটনার সময় তার বাড়ি ও ব্যক্তিগত অফিসেও হামলা-ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে মনির হোসেন নামে এক ফল বিক্রেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে ।
স্থানীয়রা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মান্নানের উদ্যোগে লাকসামের গাজীমুড়া কামিল মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিকালে অনুষ্ঠানস্থলে নেতাকর্মীদের নিয়ে যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ওই সময় অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি বলে মাদ্রাসা কর্তৃপক্ষকে গেট বন্ধ করে রাখতে বলেন। এ নিয়ে আয়োজকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে অন্তত ৬ জন আহত হয়।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, আব্দুল মান্নানের লোকজন মাঠে অনুষ্ঠান করতে মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি নেয়নি। তাই তাদের বলেছি এভাবে অনুমতি ছাড়া মাঠে অনুষ্ঠান করা ঠিক না। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রুবেল সহ আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ঘটনার সময় আব্দুল মান্নান তার পকেট থেকে পিস্তল বের করে গুলি করতে চেয়েছিল। এতে পরিস্থিতি জটিল হয়। আজকের ঘটনা আব্দুল মান্নান ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছেন।
তবে আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ নেতা শিহাব, রাসেল ও স্বাধীনের নেতৃত্বে অনুষ্ঠানে আসা লোকজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে মাথায় ও হাতে-পায়ে কোপের আঘাতে গুরুতর আহত মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিস্তল বের করে গুলি চালানোর চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার সময় পকেটে লাইসেন্স করা পিস্তল ছিলো। তবে পিস্তল বের করার বিষয়টি ভিত্তিহীন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মাহফুজ বলেন, বৃহস্পতিবার সকালে আব্দুল মান্নান তার ব্যক্তিগত অফিসে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। বিকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের বিষয়টি আমাদের জানা ছিল না। তবে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় মনির হোসেন নামের একজনকে কুপিয়ে আহত করার খবর পেয়েছি। এ ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *