পুলিশের সঙ্গে চা খেতে এসে গ্রেপ্তার ‘সিনিয়র সহকারী সচিব’

মিরপুর মডেল থানার ২ নম্বর সেকশনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (মিরপুর জোন) কার্যালয়ে পরিচয় জালিয়াতির অভিযোগে ২৮ বছর বয়সী রফিকুল হক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।রফিক মিরপুর মধ্য পীরেরবাগ এলাকার শামছুল হক

 

মিয়ার ছেলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন জানান, গ্রেফতারকৃত রফিক নামে একজন প্রতারক। একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেও রফিক নিজেকে সিনিয়র সহকারী সচিব হিসেবে উপস্থাপন করে ৩৫তম বিসিএস

 

পরীক্ষায় উত্তীর্ণ বলে দাবি করেন। তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে উপ-পরিচালকের পদে থাকার মিথ্যা দাবি করেছেন এমনকি এই মিথ্যা পরিচয়ে ভিজিটিং কার্ড ছাপানোর কাজ পর্যন্ত করেছেন। রফিক তার কর্তৃত্ব জাহির করার জন্য

 

এই কার্ডগুলি ব্যবহার করবে এবং দাবি করবে যে সেগুলি দেখিয়ে যে কোনও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যেতে পারে। রফিকের কথায় আনু মিয়া নামে এক ব্যক্তি ভিজিটিং কার্ড নিয়ে মিরপুর জোনের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুক মিয়ার কাছে

 

যান। তবে, কার্ডটি দেখে রফিকের পরিচয় সম্পর্কে সন্দেহ দেখা দেয়, যার ফলে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য আমন্ত্রণ জানানো হয়। রফিককে তার পরিচয় ও কর্মস্থল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সুসংগত উত্তর দিতে

 

পারেননি। পরে তার কথিত কর্মস্থলে যোগাযোগ করা হলে রফিক নামে কেউ সেখানে কাজ করে না বলে নিশ্চিত হওয়া গেছে। অবশেষে রফিক মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণার কথা স্বীকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *