পুতিনকে অভিবাদন জানাল হা’মা’স

গত বুধ’বার রুশ প্রেসিডেন্ট পুতিন বেসা’মরিক লোকজন ‘হতাহতের সং’খ্যা কমিয়ে শূন্যতে নামিয়ে’ আনতে’ উভয় ‘পক্ষের প্রতি ‘আহ্বান জানান।

পরে গতকাল শু’ক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্র’ণালয়ও এক’ইভাবে শান্তি ফিরিয়ে আহ্বা’ন জানান। এছাড়া শুক্র’বার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ‘দূতের পক্ষ থেকেও যুদ্ধবি’রতির আহ্বান জানানো হয়।

শনিবার (১৩ অ’ক্টোবর) সকালে ফিলি’স্তিনের গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র ‘গোষ্ঠী হামাস এক বিবৃতি’তে ইসরায়েলের আগ্রাসন বন্ধে ‘রা’শিয়ার অবিরাম প্রচে’ষ্টাকে’ স্বাগত জানিয়েছে। হামাসের বরাত এ’ খবর জানিয়েছে সিএনএন।

হামাস বলেছে, আ’মাদের লোকজনের ওপর ‘জায়নবাদী আগ্রাসন, গাজায়’ দখলদারিত্ব, ত্রাণ সরব’রাহ বন্ধ এবং বেসামরিক লোকজ’নের ওপর চলমান হামলা’র বিরুদ্ধে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদি’মির পুতিন যে অবস্থান’ নিয়েছেন, (আমরা) তাকে অভিবা’দন জানাই।

শনিবার (৫ অক্টোবর) হা’মাসের রকেট হামলার পরে’র দিন রোববার ইসরায়ে’লের পাল্টা বিমান হা’মলার মধ্যে দিয়ে’ শুরু হয় হামাস-ইসরায়ে’ল যুদ্ধ।

সর্বশেষ গাজার স্বাস্থ্যমন্ত্রণা’লয় জানিয়েছে, অবরুদ্ধ ‘অঞ্চলে ইসরায়েলি ‘বোমাবর্ষণে সাত দিনে ৬১৪ শিশু’, ৩৭০ জন না:রীসহ কমপক্ষে ১৯০০ ‘ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ‘আহত হয়েছে প্রায় আট হা’জার ফিলিস্তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *