পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন সাবের হোসেন

ঢাকায় নিযু°ক্ত মার্কিন রাষ্ট্র°দূত পিটার হা°সের সঙ্গে বৈঠক করে✓ছেন প্রধান°মন্ত্রীর পরিবেশ ও জল°বায়ুবিষ°য়ক বিশে°ষ দূত ও ঢাকা-৯ আ°সনের সং✓সদ সদস্য সাবের

হো°সেন চৌধু°রীর।আজ সোম°বার (৬ নভেম্বর) রাজধানীর পরীবা✓গে সাবের হোসে✓ন চৌধু✓রীর বা°সায় প্রায় দুই ঘণ্টা✓ব্যাপী এ বৈ°ঠক হয়।°জানা যায়, দুপুর দুইটার দিকে সাবের হো™সেন চৌধু=°রীর বাসায় ঢুকে° বিকেল° চারটার

দিকে বে°রিয়ে যান পিটা°র° হাস। এ স°ময় গণমাধ্য°মকর্মীদের সঙ্গে কো°নো কথা বলে°ননি তি=নি।বৈঠ°ক শেষে সা=বের হোসে=ন চৌধুরী° সংবা°দমাধ্যমকে বলেন, মার্কি°ন যুক্তরা°ষ্ট্রের সঙ্গে বাং°লাদেশের একটি গতি°শীল ও বিস্তৃত সম্প°র্ক রয়েছে। জ°লবায়ু পরিবর্তনের

চ্যালেঞ্জ মোকা°বিলায় এই অংশী✓দারত্বকে আরও গভীর ও সমৃ°দ্ধ করার° বিষয়ে মা°র্কিন রা✓ষ্ট্রদূতের স✓ঙ্গে আলো°চনা হয়েছে।এর° আগে, রা°ষ্ট্রীয় অতি°থি ভবন

প°দ্মায় গত ৩ নভে°ম্বর পর°রাষ্ট্র সচিব মা✓সুদ বিন মোমেনের স°ঙ্গে ‘রুদ্ধদ্বা°র’ বৈঠক ক°রেন পিটার হাস। তবে কী নিয়ে আ°লোচনা হয়, কো°নো পক্ষই খোলাসা

করে কিছু ব°লেনি।এ ছাড়া রাজ°ধানীর আগা°রগাঁওয়ে গত ৩১ অ°ক্টোবর নি°র্বাচন কমিশন কার্যালয়ে° বৈঠক করেন মার্কিন রাষ্ট্র°দূত। পরে গণমাধ্য°মকর্মীদের ব✓লেন,

নির্বাচন ঘিরে রাজ™নৈতিক সহিং°সতা কো✓নোভাবেই কাম্য নয়। নির্বাচনে™র আগে রাজ°নৈতিক দলগু°লোকে শর্ত✓হীন সং°লাপে ব°সার আ°হ্বানও জা°নান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *