পশ্চিমা ব্র্যান্ড প্রত্যাহার করল তুরস্ক

ইসরায়েলকে সমর্থন করায় পশ্চিমা ব্র্যান্ড প্রত্যাহার করেছে তুরস্ক। দেশটির পার্লামেন্ট এলাকা থেকে ইসরায়েলের সমর্থন দেওয়ায় কোকাকোলা ও নেসলের পণ্য প্রত্যাহার করা হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, পার্লামেন্ট

এলাকার ক্যাফেটরিয়া, রেস্টুরেন্ট ও চায়ের দোকানে ইসরায়েলকে সমর্থন করে এমন কোম্পানির পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুস এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিবৃতিতে কোনো কোম্পানির নাম উল্লেখ করা হয়নি।এক সূত্রের বরাতে বার্তা

সংস্থা রয়টার্স জানিয়েছে, কোকাকোলা বেভারেজ ও নেসলের ইনস্ট্যান্ট কফিকে প্রত্যাহার করেছে পার্লামেন্ট। জনগণের দাবির মুখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অধিকারকর্মীরা ইসরায়েলি ও পশ্চিমা যেসব কোম্পানি গাজায় আক্রমণের সমর্থন

করছে তাদের বয়কটের দাবি জানিয়ে আসছিলেন। এর পরপরই দেশটির পার্লামেন্টে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে গাজায় ক্ষুধাকে পুঁজি করে যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। দেশটি গাজার বাসিন্দাদের অভুক্ত রাখতে বেকারিকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

এমন পরিস্থিতিতে গাজার সব বেকারি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকা ও উত্তর গাজার সব বেকারি পরিসেরার বাইরে চলে গেছে। এ অঞ্চলের সরকার এসব বেকারি বন্ধ করে দিয়েছে। বেকারিকে লক্ষ্য করে

ইসরায়েলের হামলা এবং ময়দা ও জ্বালানি তেল সংকটের কারণে এগুলো বন্ধ হয়ে গেছে।এর আগে গত মাসে অক্সফাম অভিযোগ করে, ইসরায়েল যুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এজন্য তারা গাজায় খাবার, পানি, বিদ্যুৎ ও তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *