পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, মুন্সিগঞ্জে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সিগঞ্জে পরকীয়াকে কেন্দ্র করে স্বামী নাজির হোসেনকে হত্যার দায়ে নীলা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আ. হান্নান এ রায় ঘোষণা করেন। একই সাথে ওই নারীকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মামলা ও কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ জুন মুন্সিগঞ্জের সদরের মাঠপাড়া এলাকা থেকে দুই সন্তানের জনক নাজির হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে নাজিরকে হত্যা করা হয়।

পরদিন ২১ জুন স্ত্রী নীলাকে আসামি করে থানায় মামলা দায়ের করে নিহতের ভাই মো. জাহাঙ্গীর হোসেন। ওই ঘটনার দীর্ঘ ৮ বছর ধরে বিচারিক কাজ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।

নিহতের ভাই মো. জাহাঙ্গীর হোসেন জানান, স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে এমন সন্দেহ ছিল নাজির হোসেনের। এর ফলে উভয়ের মধ্যে বনিবনা হচ্ছিল না। এরই জেরে তাকে হত্যা করে নীলা বেগম। এ রায়ে সন্তোষ্টি প্রকাশ করেন তিনি। নীলা ও নাজিরের সন্তানদের এখন তিনিই দেখাশোনা করছেন বলে জানান জাহাঙ্গীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *