পদ্মা সেতু’ পার হয়েই’ উল্টে গেল বাস!

মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু’ থেকে নামার সময় বেপরোয়া গতির একটি বাস উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে’ পদ্মা সেতু উত্তর থানার কাছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

বর্তমানে আহতদের’ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পদ্মা সেতু এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মো. জিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান’ গোপালগঞ্জ থেকে ঢাকাগামী টুঙ্গীপাড়া পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে পদ্মা সেতু থেকে’ নামার সময় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে উল্টে যায়।

এতে বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয়’ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি’ সড়কে পড়ে থাকার কারণে কিছু সময় যান চলাচলে সমস্যা হয়।

পরে রেকার এনে বাসটি সরিয়ে নেয়ার পর বর্তমানে যান চালচল’ স্বাভবিক হয়েছে। পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান ঘটনার’ পরপরই বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *