নেতানিয়াহু ছাড়াও তিন আরব নেতার সঙ্গে বেঠকে বসবেন বাইডেন

ইসরা’য়েল ‍ও হামাসের যুদ্ধের ‘মধ্যেই ইসরায়ে:ল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রে’সিডেন্ট জো :বাইডেন। আগামী:কাল বুধবার তিনি তেলআবিবে ‘পৌঁছাবেন। এবারের ‘এই মধ্যেপ্রাচ্য’ সফরে ইসরায়েলের প্রধান’মন্ত্রী বেঞ্জামিন নে’তানিয়াহুর পাশাপাশি

আরও তিন আবর নেতার ‘সঙ্গে বৈঠক করবেন বাই’ডেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) এক ‘প্রতিবেদনে এ:সব তথ্য জানি’য়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার ‘ভোরে তেল আবি’বে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ‘নে’তানিয়াহুর স’ঙ্গে

বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি’ ব্লিঙ্কেন। নেতানিয়াহুর ‘সঙ্গে কয়েক ঘণ্টার আলোচনা শেষে’ বাইডেন ইস’রায়েলে সফর’ করবেন বলে জানান ‘তিনি। ব্লিঙ্কেন সাংবাদিকদে’র বলেন, নিজ দেশের মানুষকে রক্ষায় ইস’রায়েলের কী প্রয়ো’জন,

তা তাদের কাছ থেকেই ‘শুনবেন প্রেসিডেন্ট ‘বাইcডেন। ইসরায়েলের এসব চাহিদা পূরণে আম’রা কংগ্রেসে কাজ অব্যা হত রেখেছি। তিনি বলেন, সফরকালে নেcতানি’য়াহুর সঙ্গে ‘দেখা ক’রবেন বাইডেন। ইসরায়েলের নিরাপত্তার ‘বিষয়ে ওয়াশিং’টনের প্রতিশ্রুতি নিয়ে দেশটি’কে আবারও আশ্বস্ত করবে’ন তিনি।

হামা’সের বিরুদ্ধে দেশটির যুদ্ধের লক্ষ্য ও কৌ’শল সম্পর্কে’ বিস্তারিত শুনবেন। এ ছাড়া মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ইসরায়েল সফ’রের পর বাইডেন জ’র্ডান সফরে যাবেন। সেখানে তিনি ফিলিস্তিন ইস্যু নিয়ে ‘জর্ডানের বাদশা’হ

আবদুল্লাহ, মিসরের প্রেসিডে’ন্ট আবদেল ফাত্তাহ ‘আল-সিসি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ‘সঙ্গে বৈঠক করবেন। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ন’জিরবিহীন ‘হামলার পর থেকেই দেশটির পাশে ‘শক্তভাবে ‘দাঁড়িয়েছে

যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইসরায়ে’লের প্রতি সমর্থন প্রদর্শনের ‘অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লি’ঙ্কেন তেল’আবিব সফর করেছেন। সফরকালে তি’নি ইসরায়েলি প্রে’সিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ’ করেছেন এবার এই যুদ্ধের মধ্যে ই মার্কিন

প্রেসিডেন্টের তেলআবিব সফর ইসরা ‘য়েলের প্রতি যু’ক্তরাষ্ট্রের অনড় অবস্থানে’র আরেক শক্ত বার্তা। তবে বাইডেনের এই ‘সফর ভালোভাবে না-ও নিতে’ পারে ইরান ও অ’ন্যান্য আরব দেশগুলো।’ তারা যুক্তরাষ্ট্রের এই ‘পদক্ষেপকে উসকানি হিসেবে

দেখতে পারে। এ ছা’ড়া এমন একসম’য়ে মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফ’রের তথ্য সামনে এ’লো যখন ইসরায়েলি সেনারা অবরুদ্ধ’ গাজায় বড় ধর’নের হামলার প্রস্তুতি নিচ্ছে।’ এরই মধ্যে এ হামলার’ জন্য গাজা সীমান্তে বহু সেনা জড়ো’ করেছে ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *