নিষিদ্ধ সাইটে প্রবেশ করলেই শনাক্ত হবে ডিভাইস!

যশোর বিজ্ঞা’ন ও প্রযুক্তি বিশ্ববি’দ্যালয়ের’ (যবি প্রবি) শহীদ মসিয়ূর রহমা:ন হলে ‘রুমভিত্তিক ইন্টা’রনেট সংযোগে:র উদ্বোধন করা হয়ে”ছে। এ সময় প্রেস ব্রিফিং’য়ে জানানো হয়, এই ইন্টারনেট সং:যোগ ব্যবহার করে

নিষি:দ্ধ ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই’ আইপি এড্রেসের মা:ধ্যমে ডিভাইস: শনাক্ত করবে বাংলাদেশ রিসার্চ এডুকেশন ‘নেটওয়ার্কস (বিডিরিন)। একই ‘সঙ্গে বিচ্ছিন্ন করা’ হবে ওই ডি:ভাইসের ইন্টা’রনেট সংযোগ। প্রাথমিক পর্যা’য়ে সর্বোচ্চ ২০০ এম’বিপিএস গতিস:ম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদা:ন করা হয়েছে।

‘রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাস:নিক ভবনের সং:বাদ সম্মেল’ন কক্ষে আইসিটি ‘সেলের আওয়াতাধী’ন এ প্রজে’ক্টের শুভ উদ্বো’ধন করেন ‘ উপা’চার্য অধ্যাপক ড. ‘মো. আনোয়া’র হোসেন।

প্রাথমিক পর্যা:য়ে পরীক্ষামূলকভাবে এ’ নেটওয়ার্ক সিস্টেম চালু করা হয়। উ’দ্বোধনী অনুষ্ঠানে প্রধান’ অতিথির বক্ত’ব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক’ ড. মো. আনোয়ার ‘হোসেন বলেন, ‘ আমাদের ‘লক্ষ্য ছিল শিক্ষার্থীদে:র কাছে দ্রুত:

‘ গতির ইন্টারনেট পৌঁছায় ‘দেওয়া। শিক্ষার্থীদে’র দোরগোড়ায় ‘দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার ‘জন্য বদ্ধপরিকর ছিল য’বিপ্রবি প্রশাসন। যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় এগিয়ে যা’চ্ছে, সেটাকে ‘আরও ত্বরান্বিত করার জন্য এ দ্রুতগ’তির ইন্টাননেট সং’যোগ দেওয়া হয়েছে।’

ড. মো. আ’নোয়ার হোসেন আ’রও বলেন, ‘উন্নতমানের শিক্ষা ও যোগাযোগ ব্য’বস্থার জন্য এখন এ ই’ন্টারনেট ব্যবহার’ করতে পারবে শিক্ষা”’র্থীরা। এই ইন্টারনেট ‘সংযোগ যেন’ অপব্যবহার না হয়,

সে’দিকে খেয়াল ‘রাখতে হবে। দ্রুতগ’তি সম্পন্ন এই ইন্টারনেট’ সংযোগের মাধ্যমে’ শিক্ষার্থীরা তাদে’র গবেষণা, একাডেমি’ক পড়াশোনা, বি’শ্বের সব তথ্য পাও’য়াসহ বিভিন্ন ক্ষেত্রে উ’পকৃত হবে শিক্ষা’র্থীরা।

এ সময় দ্রুত স’ময়ের মধ্যে শেখ হাসিনা’ ছাত্রী হলের রিডিং’ রুমকে ডি’জিটাল করতে উন্নতমানের’ ফার্নিচার, এসি, ‘দ্রুতগতির ইন্টার’নেট সংযোগ স্থাপনের ‘নির্দেশ দেন তিনি। ‘আইসিটি সেলের’ পরিচালক ড. ইঞ্জি. ইমরান ‘খান বলেন,

‘প্রাথমিক পর্যায়ে’ পরীক্ষামূলকভাবে এটি চালু করা’ হচ্ছে। তবে কেউ অ’পব্যবহার করলে সেই ডিভাইস অথবা’ রুমের ‘সংযোগ বিচ্ছি’ন্ন করা হতে পারে। ল্যান পোর্ট থেকে’ রাউটারে কীভাবে সংযোগ দিতে’ হবে সেবিষয়ে ভিডিও প্রকাশ করা হ’বে যেন শিক্ষার্থী’রা নিজেরাই’ সংযোগ দিতে পারে।

‘তিনি শিক্ষার্থীদের এই ই’ন্টারনেট সঠিকভাবে ব্যবহারের জন্য ‘অনু’রোধ জানান।’ ড’. ইঞ্জি. ইমরান খানের সভাপতিত্বে ‘অনুষ্ঠানে আরও বক্তব্য দেন’, যবিপ্রবির’ কোষাধ্যক্ষ অধ্যাপক ড.’ মো. আনি’ছুর রহমান, ছাত্র প’রামর্শ ও নির্দেশনা পরিচাল’ক ড. মো. আলম হোসেন,

শ’হীদ মসিয়ূর হলের প্রভো”স্ট ড. মো. আশরা’ফুজ্জামান জাহিদ, শিক্ষক সমিতির স’ভাপতি ড. সৈয়দ ‘মো. গালিব প্রমুখ। অনুষ্ঠানে ড. মোহাম্মদ জাহাঙ্গীর আ’লম, অধ্যাপক ড. ‘মো. নাজমুল হাসান, ভারপ্রাপ্ত

‘রেজিস্ট্রার মো’হাম্মদ এমদাদুল ‘হক, অধ্যাপক ড. মঞ্জুরুল হ”ক, ড. কিশোর মজুমদা’র, হিসাব পরি’চালক মোঃ জাকির ‘হোসাইন, পরিকল্পনা, ‘unnot ও পূর্ত প’রিচালক পরিতোষ কুমার: বিশ্বাস, প্রধান চিকিৎ:সা কর্মকর্তা দীপক কুমার মন্ডল, প্রকৌশলী (সিভিল): ইঞ্জি. নাজমু’স সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *