নির্বাচন কমিশনের ‘সংলাপ’ জনগণ প্রত্যাখ্যান করেছে

বিএনপিসহ যু°গপৎ আন্দোল°নে থাকা জো°ট ও দলগুলো°র° ৪৮ ঘণ্টার °সর্বাত্মক অবরো°ধের সমর্থনে মিছিল-স°মাবেশ করে°ছে গণতন্ত্র °মঞ্চ। এ সময় গণতন্ত্র মঞ্চের নেতা°রা বলেন, অব°রুদ্ধ রা°জনৈতিক পরিস্থিতিতে নির্বাচন ক°মিশনের ‘সংলা°প’ নামের° তামাশা জনগণ প্রত্যাখ্যান ক°রেছে। এক° প্রেস বার্তায় °দলের বক্তব্য তুলে

ধরেছে গণতন্ত্র° মঞ্চ। ০৫ °নভেম্বর, (°রোববার) সকালে রাজধানী°র পুরানা পল্টন° থেকে মিছি°ল শুরু করে গণতন্ত্র মঞ্চের° নেতাকর্মী°রা। মিছিল°টি বিজয়নগর হয়ে জাতীয় প্রে°স ক্লাবের° সামনে দি°য়ে ঘুরে পুরানা পল্টনে এক সংক্ষিপ্ত স°মাবেশে মিলিত™ হয় মঞ্চে°র নেতৃবৃন্দ।

গণতন্ত্র™ মঞ্চের মি°ছিল সমাবেশে বক্ত™ব্য রাখেন গণসংহতি আন্দোল°নের প্রধা°ন সমন্বয়কা°রী জোনায়েদ সাকি, ভাসানী অনু°সারী পরিষদের আ°হ্বায়ক বীর° মুক্তিযোদ্ধা শেখ রফি°কুল ইসলাম° বাবলু, নাগরিক °ঐক্যের সাধারণ সম্পাদ°ক শহীদুল্লাহ° কায়সার, °বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতি°ক পরিষদে°র সদস্য আকব°র খান ও রাষ্ট্র

সংস্কার আ°ন্দোলনের সাংগঠনি°ক সমন্বয়°ক ইমরান ইমন।সংক্ষিপ্ত° সমাবেশে° গণতন্ত্র মঞ্চের কে°ন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বাং°লাদেশে আর °কোনো নির্বাচ°°নী তামাশা হতে দেওয়া° হবে না। দে°শের এইরকম °অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে° নির্বাচন °কমিশনের °তথাকথিত ‘সংলাপ’

নামের চা-আ°ড্ডার নিন্দা° জানান নে°তৃবৃন্দ। জনগণের ভোটের গণতা°ন্ত্রিক অধিকা°র নিয়ে °সরকার ও সরকারি দলকে ছি°নিমিনি খেলতে° দেওয়া যাবে° না। পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস °চালিয়ে মা°নুষের অ°ধিকার হরণ করে রাখা যাবে না°। বিশেষ° কোনো স্বার্থান্বেষী °কোটারী গোষ্ঠী ও মাফিয়াদে°র স্বার্থে দেশ ও° জনগণকে° জিম্মি হতে দেওয়া

যাবে °না।তৃবৃন্দ বলে°ন, বিরোধী দলে°র শান্তিপূর্ণ আন্দোলন স°রকার রাজনৈ°তিকভাবে মো°কাবিলা করতে ব্যর্থ হ°য়ে পরিকল্পি°তভাবে এখন ষড়য°ন্ত্র ও মিথ্যার আশ্রয় নিয়েছে°। গণতন্ত্র ম°ঞ্চের কেন্দ্রী°য় নেতা গণসংহতি আন্দো°লনের প্রধান °সমন্বয়কারী জো°নায়েদ সাকির
বিরুদ্ধে ষ°ড়যন্ত্রমূলক মি°থ্যা ভিডিও,° গুজব, মিথ্যা

সংবাদ° সামাজিক যো°গাযোগ মাধ্যম°সহ নানা মাধ্যমে প্রচার করে °গণতন্ত্র মঞ্চে°র আন্দোল°নকেও দমন করার চেষ্টা ক°রছে। নেতৃ°বৃন্দ এই ষড়যন্ত্রের° তীব্র নিন্দা ও ক্ষোভ জানান°।নেতৃবৃন্দ আ°রও বলেন°, গত ২৯ অক্টোবর থেকে হ°রতাল-অবরোধ° কর্মসূচিতে শা°ন্তিপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে °দেশের জনগ°ণ দখলদা°র আওয়ামী লীগ সরকারের° বিরুদ্ধে তাদে°র চূড়ান্ত °অনাস্থা ব্যক্ত করেছে।

দমন-পীড়নে°র মধ্য দিয়ে °সরকার এ°খন গদি রক্ষার শেষ চেষ্টা° করছে। °কিন্তু এবার দেশে°র মানুষ এই সরকারকে° বিদায় দিতে ম°রিয়া। তারা °বলেন, অচিরেই গণআন্দোলন-গ°ণঅভ্যুত্থা°নের পথে এই° সরকার বিদায় হবে। নেতৃবৃ°ন্দ চূড়ান্ত বিজ°য় না হওয়া° পর্যন্ত আন্দোলন

এগিয়ে নি°তে দেশবা°সীর প্রতি উদাত্ত° আহ্বান জানান। আগামীকাল অব°রোধের শেষে °বিকেলে° প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরব°র্তী কর্মসূ°চি ঘোষ°ণা করা হবে° বলেও জা°নান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *