নারীদের হজ নিয়ে নতুন ‍নিয়ম

পাকিস্তানি নারীরা ‘মাহরাম ছাড়াই পবিত্র’ হজ পালন করতে পারবেন। বৃ’হস্পতিবার পাকিস্তানের সং’বাদমাধ্যমগুলো জানায়,

কাউন্সিল অব ইস’লামিক আইডিওলো’জি ‘শর্তসাপেক্ষে’ নারীদের মাহরাম ‘ছাড়া হজ পালনের অনুমো’দন দিয়েছে।

হজ মন্ত্রণালয়ের লিখিত প্রশ্নের জ’বাবে সংস্থাটি বলেছে’, হজের সফর ও হজ নষ্ট হওয়া কিং’বা ক্ষতির সম্মুখীন ‘হওয়ার কোনো

আশঙ্কা নেই- এমন নারী’ মাহরাম ছাড়াই হজে যে’তে পারবেন। কাউন্সিল জানিয়েছে, “জাফরিয়া, মালিকি “ও শাফিঈ ফিকাহ

শাস্ত্রে নারীর মাহরাম ছাড়া” হজ করার সুযোগ আ”ছে। এক্ষেত্রে নির্ভরযোগ্য কোনো নারী”কে সফরসঙ্গী হিসেবে “পেতে হবে।

কিন্তু কোনো নারীর যদি “বাবা-মা জীবিত থাকেন” কিংবা বিবাহিতা হন, তাহলে তাদের” অনুমতি নেওয়া “বাধ্যতামূলক।

কাউন্সিল অব ইসলামিক আইডি”ওলোজি আরও “জানিয়েছে, হানাফি ও হাম্বলি ফিকাহ শাস্ত্রে” মাহরাম “না থাকলে “”নারীর ওপর হজ ফরজ হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *