নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকা ডুবির ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন বহু মানুষ।
রোববার (১০ সেপ্টেম্বর) দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় মকওয়া জেলায় ভ্রমণের সময় ডুবে যায় কাঠের নৌকাটি।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান জয়নাব সুলাইমানের জানান, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল। স্থানীয় ডুবুরিরা নিখোঁজদের সন্ধান করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

  • ঢাকা ও প্যারিসের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই
  • তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২৬টি মরদেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৩০ জন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।’

    নৌকা দুর্ঘটনা পশ্চিম আফ্রিকার দেশগুলোতে নিয়মিত ঘটনা। অতিরিক্ত যাত্রী বহনের কারণে এসব দুর্ঘটনা ঘটে। তিন মাস আগে দেশটিতে নৌকাডুবিতে প্রাণ হারান শতাধিক মানুষ।

    সূত্র রয়টাস

    One thought on “নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *