তিন দলের চিঠির বিষয়ে যা জানালো মার্কিন দূতাবাস

দ্বাদশ জা’তী’য় সংসদ নির্বা’চনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে শর্ত ছাড়াই’ সংলাপে বসার আহ্বান জানিয়েছে’ মার্কিন যুক্ত’রাষ্ট্র। আজ সোমবার (১৩ নভেম্বর)’ এক প্রেস ‘বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা

জানিয়ে’ছেন ঢাকায় ‘মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি। তি’নি বলেন,’ নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা ‘করার জন্য রা’ষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈ’তিক দলের স’ঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ

করেছে’ন। জানা গেছে’, দল তিনটি হলো- আওয়ামী লীগ, বি’এনপি ও জা’তীয় পার্টি। বিবৃতিতে স্টিফেন ইবেলি’ আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও

সুষ্ঠু ‘নির্বাচন চায়। এ ছা’ড়া নির্বাচনের সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংস’তা এড়ানো ও ‘সংযম মেনে চলারও আহ্বান জানানো ‘হয়েছে। নির্বাচ’নে কোনো দলকেই

যুক্তরাষ্ট্র সমর্থন করে না উল্লেখ’ করে দূতাবাস ‘বলেছে, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ‘যে-ই বাধাগ্রস্ত করুক’, তাদের ওপর যুক্তরাষ্ট্র ‘সম্প্রতি ঘোষিত ভি’সানীতি প্রয়োগ

করতে পারে।মার্কিন ‘পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ট’নি ব্লিঙ্কেন গত সেপ্টেম্বরে অবাধ,’ সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নির্বাচনের জন্য সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে’র অভিবাসন ও ‘জাতীয়তা আইনের ২১২ (এ) (৩) (৩ সি’) ধারার অধী’নে

বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা ‘করেন। দেশটি ‘এরই মধ্যে এই ভিসানীতি প্রয়োগ করতে’ শুরু করেছে ব’লে কূটনৈতিক কয়েকটি সূত্রে জানা গেছে।’ এ ছাড়াও এই

প্র’ধান তিন রাজনৈতিক দলকে চিঠি দিয়ে’ছেন যুক্তরাষ্ট্রের দ’ক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী’ পররাষ্ট্রমন্ত্রী ডো’নাল্ড লু। চিঠিতে রাজনৈতিক দলগুলো’কে শর্তহীন সংলা’পের আহ্বানও জানানো হয়েছে। এদিকে ‘আজ

ঢাকার বনা’নীতে জাতীয় পার্টির চেয়ার’ম্যানের কার্যালয়ে পি’টার হাস দলের চেয়ারম্যান গোলা’ম মোহাম্মদ কাদেরে’র সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ‘জাতীয় পার্টি মহা’সচিব মুজিবুল হক উপস্থিত সাংবা’দিকদের এ কথা

জা”নান। মুজিবুল হক বলেন, তাদের’ কাছে চিঠিটি দি’য়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পি’টার ডি হাস। রা’ষ্ট্রদূত তাকে জানিয়েছেন, আওয়া’মী লীগ ও বিএ’নপির কাছেও চিঠিটি দেওয়া হয়েছে’। তিনি বলেন,’ চিঠিতে

উল্লেখ করা হয়েছে, বাং’লাদেশে অবাধ, সু’ষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বা’চন প্রত্যাশা করে ‘যুক্তরাষ্ট্র। এতে শর্তহীন সংলাপের আহ্বান’ও জানানো হয়ে’ছে। মুজিবুল

হক বলেন, মার্কিন রাষ্ট্রদূ’ত মূলত তাদের ‘মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী’ মন্ত্রী ডোনাল্ড ‘লুর লিখিত একটি চিঠি নিয়ে এসে’ছেন। তিনি চিঠি’টা আমাদের পার্টির চেয়ারম্যানকে হস্তান্তর’ করেছেন। পিটার’ হাস জানিয়েছেন,

একই চিঠি আওয়া’মী লীগ, বিএন’পি ও জাতীয় পার্টি- তিন দলকেই দেওয়া “হয়েছে। মুজিবুল’ হক সংবাদমাধ্যমকে বলেন, চিঠিতে’ মূলত তিনটি বি’ষয়ে বলা হয়েছে- প্রথমত, যুক্তরা”ষ্ট্র বাংলাদেশে অ’বাধ, সুষ্ঠু ও

অংশগ্রহণমূলক একটি নি’র্বাচন দেখতে ‘চায়। দ্বিতীয়ত, শর্তহীনভাবে সংলা’পের কথা বলা ‘হয়েছে। তৃতীয়ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে’র লক্ষ্যে যুক্ত'”রাষ্ট্র যে ভিসানীতি গ্রহণ করেছে, চিঠিতে’ তা স্মরণ করিয়ে’ দেওয়া হয়েছে।

এদিন বিকেল ৩টায় “পিটার হাসের স’ঙ্গে জাতীয় পার্টির বৈঠক শুরু হয়। বৈঠ’ক চলে প্রায় ৪০ মি’নিট। বৈঠকে জাতীয় পার্টি চেয়ার’ম্যান গোলাম মো’হাম্মদ কাদের ছাড়াও

দলের মহাস”চিব মুজিবুল হক, ‘দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ’ রশীদ, জাতী’য় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশে”ষ দূত মাসরুর “মওলা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *