তিন দফা দাবিতে গণভবনে সোহেল তাজ

জেলহত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবি আদায়ে গণভবনের সামনে অবস্থান নিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমদ (সোহেল তাজ)। তার সঙ্গে রয়েছেন গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন

 

 

স্তরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল ৪টায় মানিক মিয়া এভিনিউ সংলগ্ন গোল চত্বর থেকে গণভবন অভিমুখে পদযাত্রা শুরু করে ৪টা ৪০ মিনিটে গণভবনের সামনে অবস্থান নেন তিনি। ৩ দফা দাবি বাস্তবায়নের ঘোষণা

 

 

না আসা পর্যন্ত গণভবনের সামনে অবস্থান করার কথাও জানান সোহেল তাজ।সোহেল তাজের দাবিগুলো হলো- ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ায় ওই

 

 

দিনকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা; ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক,

 

 

পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *