তপশিল-সংলাপ : আইন কী বলে?

রাষ্ট্রের প্র,ধান আইন ক’র্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উ’দ্দিন বলেছে’ন, সংলাপের সঙ্গে তপশিল ঘোষণার কো’নো সম্পর্ক’ নেই। সংবিধান অনুসারে জানুয়ারিতে ‘ভোটগ্রহণ হ’তে হবে। এ কারণে শিগগিরই

তপশিল ‘ঘোষণা করা উ’চিত।মঙ্গলবার (১৪ নভেম্বর) নিজ কার্যাল’য়ে সাংবাদিক’দের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন’ তিনি।তিনি ব’লেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমি’শনের দায়ি’ত্ব হচ্ছে তপশিল ঘোষণা করা।

সংলা’পের সঙ্গে নি’র্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন ‘কমিশনের কাজ’ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, সুষ্ঠুভাবে নি’র্বাচন সম্পন্ন’ করা। সংবিধান অনুযায়ী জানুয়া’রির মধ্যে নির্বা’চন করতে হবে। সে অনুযায়ী তাদের

নির্বাচনের শিডিউল ঘো’ষণা করতে হবে। কোনো কারণে যদি এ’কটা বা দুটা cউপনির্বাচন করতে হয়, সে কারণে তাদের হাতে ‘সময় রাখতে হ’বে। সেটাও এই সময়ের মধ্যে শেষ করতে’ হবে। এ কার’ণে হাতে কয়েকদিনের সময়

রেখে এ’টা করতে হবে।’’তপশিল ঘোষণা অতি সন্নিকটে উল্লেখ ক’রে তিনি বলেন’, ‘আমি মনে করছি, খুব শিগগিরই’ তারা নির্বাচ’নের তপশিল ঘোষণা করবেন। সংলাপের ‘ সঙ্গে নির্বাচনের ত’পশিলের কোনো সম্পর্ক

নেই। সংলা’প যে কোনো স’ময় হতে পারে।’এদিকে দ্বাদশ জাতীয় সং’স’দ নির্বাচনের’ তপশিল নিয়ে আগামীকাল বুধবার বিকেল’ ৫টায় বৈঠকে’ বসবে নির্বাচন কমিশন ইসি। আগামীকালই’ হতে পারে ‘নির্বাচনের তপশিল ঘোষণা।

এদিন প্রথম’বারের মতো’ জাতির উদ্দেশ্যে সরাসরি ভাষণ দেবেন সিই’সি। ঘোষণা ‘দিতে পারেন নির্বাচনের তপশিল।এর আগে’ নির্বাচন কমি’শনের সচিব বলেছিলেন, ইসি বলেছে ন’ভেম্বরের প্রথ’মার্ধে তপশিল ঘোষণা হবে।

প্রথমার্ধের’ দিন যেহেতু’ সামনে আছে, তাই আপনারা অপেক্ষা’ করুন। ‘এ বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ ক’রব।নির্বাচনের ত’পশিল ঘোষণার বিষয়ে আগামী কাল বুধবা র (১৫ নভেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন । বিকেল ৫টায় ‘ইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। পরে

জাতির উ’দ্দেশ্যে ভাষণ cদিয়ে তপশিল ঘোষণা করবেন প্রধান নি’র্বাচন কমিশনা’র (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।ইসি সূ’ত্রে এসব’ তথ্য জানা গেছে। এর আগে ইসি সচিব’ মো. জাহাং’গীর আলম সাংবাদিকদের জানান, আগামী জা’তীয় সংসদ ‘নির্বাচনের তপশিল নভেম্বরের

প্রথমার্ধে’ ঘোষণা করা ‘হতে পারে।ইসি বলেছে, নভেম্বরের প্রথমার্ধে’ তপশিল ঘো’ষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে ‘আ ছে, তাই ‘আপনারা অপেক্ষা করুন। এ বিষয়ে আমরা প’ত্রিকায় বিcস্তা’রিত প্রকাশ করব। অন্যদিকে

‘মঙ্গলবার (১৪ ‘নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গণভব’ন থেকে ভা’র্চুয়ালি দেশব্যাপী ১০ হাজার ৪১টি প্রকল্প উ’দ্বোধন ‘অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,’ দু’একদিনের’ মধ্যে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা’ দিতে পারে’ নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *