তপশিলের পর আন্দোলন নিয়ে কি ভাবছে বিএনপি

সরকারের পদ’ত্যাগের একদফা দা’বিতে আন্দোলনের ধারাবাহিকতায় ”দেশব্যাপী আবা’রও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ‘কর্মসূ’চিতে যাচ্ছে বিএনপি। আজ রোববার ভোর ৬টা থেকে’ মঙ্গ’লবার ভোর ৬টা পর্যন্ত চতুর্থ ধাপের এ অবরোধ ‘কর্ম’সূচি চলবে। যুগপৎভাবে এ কর্মসূচি পালিত হবে। বিএ’নপি’র কর্মসূচির এখন মূল টার্গেট দ্বাদশ জাতীয় সংসদ নি’র্বাচ নের তপশিল। দলটি মনে করছে, দেশে

নির্বাচনের’ কো’নো পরিবেশ নেই। এ অবস্থায় যদি একতরফা ‘তপ’শিল ঘোষণা করা হয়, তাহলে সব দল ও মতকে সঙ্গে’ নি’য়ে লাগাতার আন্দোলনে যাবে বিএনপি ও তার মিত্ররা।’ ‘জানা গেছে, তপশিলের পর লাগাতার হরতাল-অব’রো’ধে যাবে বিএনপি। মানুষের চলাচল ও পণ্য পরিব’হনে র সুবিধা তথা জনস্বার্থে শুক্র ও শনিবার বাদ দিয়ে’ ক’র্মসূচি অব্যাহত থাকবে। তখন শুক্র ও শনিবার’ বি’ক্ষোভের মতো কর্মসূচিও আসতে পারে। এতেও সফলতা না ‘এলে নির্বাচন ঠেকাতে সর্বশেষ কর্মসূচি হিসেবে

হরতাল-অ’বরোধের সঙ্গে অসহযোগ আন্দোলনেও যেতে পারে ‘বিএন’পি ও শরিকরা। অসহযোগের বিষয়ে এখনো চূড়ান্ত ‘সিদ্ধা’ন্ত না নিলেও বিষয়টি ভাবনায় রয়েছে। সূত্র মতে, ‘এখন’ পর্যন্ত জনস্বার্থে শুক্র ও শনি ছাড়াও সপ্তাহের ‘আরও ‘একটি দিন কর্মসূচির আওতামুক্ত রাখার নীতিগত ‘সিদ্ধা”ন্ত রয়েছে বিএনপি ও শরিকদের। পালিত হওয়া ‘তিন ‘ধাপের অবরোধ কর্মসূচিতে সেটা অনুসরণও করা হ’য়েছে।’ রবি ও সোমবার এবং বুধ ও বৃহস্পতিবার কর্মসূচি ‘হলেও’ মাঝে মঙ্গলবার বিরতি দেওয়া হয়েছে।

কিন্তু ‘তপ’শিলের পরে রবি থেকে বৃহস্পতিবার টানা হরতাল-অবরোধের’ কর্ম’সূচি চলতে পারে। এদিকে চতুর্থ ধাপের অব’রোধ’ কর্মসূচি শেষে চলতি সপ্তাহের শেষ দুদিন হরতালের’ কর্ম’সূচি আসতে পারে বলে বিএনপি ও যুগপতের’ শরি’করা জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ‘স্থায়ী ‘কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘এই’ মুহূর্তে সরকার একতরফা তপশিল ঘোষণা করলে ‘তারা ‘ফের এটাই প্রমাণ করবে যে, আওয়ামী লীগ ‘সরকার’ গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়, বরং একদলীয়’ স্টি’মরোলার চালিয়ে দেশ শাসন করতে চায়।

সরকারি দ’ল হ’য়তো মনে করছে অতীতের মতো একটি একতর’ফা ‘সাজানো নাটক করে এবারেও নির্বাচনী বৈতরণী ” হয়ে যাবে। তারপর যেনতেন প্রকারে একটা গৃহপালি’ত বি’রোধী দল সাজিয়ে নির্বিঘ্নে একটি ‘মেইক বিলিভ’’ সংসদে’র নাটক মঞ্চস্থ করবে। তবে বিষয়টি হচ্ছে এই’, এ’খন আর ২০১৪ বা ২০১৮ সাল নয়, ২০২৪-এ’ এসে’ এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বা’নাতে’ পারছে না। কারণ, তাদের ‘অলটারনেট

গণতন্ত্রে’র’ ‘ফানুস এরই মধ্যে ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপ’সে ‘গেছে। এখন দেশের ভেতরেই হোক বা বাইরেই ‘হোক, স’বাই প্রত্যক্ষ করেছে এবং খোলাখুলিভাবে স্পষ্ট করে’ দি’য়েছে যে, বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন করে ‘এবং ‘তাদের সংগঠনের ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে’ গ্রে’প্তার করে তারপর একতরফা প্রহসনের নির্বাচনের’ তামা”শার মাধ্যমে রাজত্ব চালানো যেতে পারে, তবে গণতন্ত্র’ নয়।’সরকারের পদত্যাগ ও নির্দলীয়

তত্ত্বাবধায়’ক স’রকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকায় ‘গত’ ২৮ অক্টোবর মহাসমাবেশ-সমাবেশের মধ্য দিয়ে চূ’ড়ান্ত’ ধাপের আন্দোলনে নামে বিএনপি ও শরিকরা। পুলিশ হা’মলা’ চালিয়ে মহাসমাবেশ পণ্ড করে দেওয়ার প্র’তিবা’দে পরদিন ২৯ অক্টোবর সারা দেশে হরতালে’র কর্ম’সূচি পালন করে তারা। এরপর বিএনপির মহাসমাবে’শে ‘হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি

মহাসচিব’ মির্জা’ ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দো’লনরত’ বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লা’শি-‘হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা ‘দাবি ‘আদায়ের লক্ষ্যে এক দিন বিরতি দিয়ে প্রথম দফা’য় ৩১ ‘অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টা, ৫-৬’ নভে’ম্বর দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টা এবং তৃতীয় দফায় ৮-৯ ‘নভে’ম্বর ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ ‘অবরো’ধের কর্মসূচি পালন করে বিএনপিসহ

মিত্ররা। ‘অর্থাৎ গ’ত দুই সপ্তাহে তিন দফায় ১৬৮ ঘণ্টার অবরোধ ‘এবং ”২৪ ঘণ্টা হরতালের কর্মসূচি করেছে তারা। এদি’কে ১’৪ নভেম্বর কিংবা এর কাছাকাছি সময়ে দ্বাদশ সং’সদ ‘নির্বাচনের তপশিল ঘোষণা করা হতে পারে বলে নি’র্বাচন ‘কমিশন সূত্রে জানা গেছে। দেশে সুষ্ঠু, অবাধ, ‘নিরপে ক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ নেই দাবি করে গণ তন্ত্র মঞ্চসহ বিএনপির শরিকরা এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) একতরফা তপশিল

ঘোষণা না করার আহ্বান জানিয়েছে। এ ছাড়া ‘দেশের স্বার্থে’ ইসিকে তপশিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছে পাঁচ দলীয় রাজনৈতিক মোর্চা ‘সমমনা ইসলামি দলসমূহ’। তারা বলছে, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি উপেক্ষা ও অবজ্ঞা করে নির্বাচনের তপশিল ঘোষণা করা হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। গত শুক্রবার বিবৃতি দিয়ে এ অভিমত গণমাধ্যমকে জানিয়েছে তারা। পাঁচ দলীয় রাজনৈতিক মোর্চার শরিক দলগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বদরুদ্দোজা

আহমেদ-কাজী আবুল খায়ের) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দৈনিক কালবেলাকে বলেন, আমরা এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) একতরফা তপশিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছি। দেশে এখন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনো পরিবেশ নেই, কোনো গণতান্ত্রিক অবস্থা নেই। তা ছাড়া সংবিধান অনুযায়ী ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সুতরাং ডিসেম্বরের প্রথম সপ্তাহে তপশিল ঘোষণা করলেও কোনো

সমস্যা নেই। তাই ইসি এই মুহূর্তে তপশিল ঘোষণা না করে নৈতিক জায়গা থেকে সরকারকে বলতে পারে, আপনারা বিএনপিসহ সব দলের সঙ্গে বসে নির্বাচনকালীন সরকার নিয়ে সৃষ্ট সংকট নিরসন করুন। অন্যথায় আমাদের পক্ষে একতরফা নির্বাচনের ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তার পরও তারা যদি জোরজবরদস্তি করে একতরফা তপশিল ঘোষণা করেন, জনগণ এবং বিরোধী দল সাজানো একতরফা

নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেবে এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিবাদ ও প্রতিরোধ জোরদার করবে। বিএনপির দাবি, বর্তমান সংঘাত-সংঘর্ষময় পরিস্থিতিতে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট বাদে কোনো রাজনৈতিক দলই একতরফা তপশিল চায় না। দলটির নেতারা বলছেন,” দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবে”শ নেই। বিএনপির মহাসচিবসহ শীর্ষ ও

গুরুত্বপূর্ণ নেতারা “কারাগারে। বাকি নেতারা গ্রেপ্তার এড়িয়ে চলছেন। তালাবদ্ধ দ”লীয় কার্যালয় পুলিশের নিয়ন্ত্রণে। নির্বাচনে অযোগ্য “করতে গুরুত্বপূর্ণ নেতাদের সাজা দেওয়া হচ্ছে। অর্থাৎ “বিএনপির জন্য নির্বাচনের কোনো পরিবেশ রাখা হয়নি। এ “অবস্থায় তপশিল ঘোষণা হবে আত্মঘাতী। এর মধ্য দিয়ে “সরকার যে আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে, “সেটিই প্রমাণিত হচ্ছে। তবে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন” যেমন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি, তেমনি আবারও “একটি একতরফা নির্বাচন হলে

সেটিও গ্রহণযোগ্যতা পাবে” না, বরং সংকট আরও ঘনীভূত হবে। কারণ, আগামীতে” অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে” সরকারের ওপর পশ্চিমা বিশ্বের চাপ অব্যাহত রয়েছে। “নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে ভিসা” নিষেধাজ্ঞা কার্যকর করেছে। নির্দলীয়-নিরপেক্ষ সরকা”রের অধীনে নির্বাচনের একদফা দাবিতে চূড়ান্ত ধাপের “আন্দোলনে থাকা বিএনপি দাবি আদায় করেই দ্বাদশ সংসদ নি”র্বাচনে অংশগ্রহণ করতে চায়। দলীয় সরকারের অধীনে” নির্বাচনে না

যাওয়ার অনড় অবস্থানে রয়েছে দলটি। এ”মন প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপি”র চলমান আন্দোলন শেষ পর্যন্ত সফলতা না পেলে তাদে”র সামনে দুটি বিকল্প থাকবে। এক. দশম সংসদের মতো “আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনও বর্জনের পথে হাঁটা এবং দুই. “সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাওয়া। তবে দলীয় সরকারের” অধীনে নির্বাচন ইস্যুতে ক্ষমতাসীনদের সঙ্গে কোনো সমঝো””তায় যাবে না বলেও এরই মধ্যে দলের

বিভিন্ন স্তরের নেতা এ”বং যুগপতের শরিকদের জানিয়ে দিয়েছে বিএনপির হাই”কমান্ড। যুগপতের শরিকদের সঙ্গে বৈঠকগুলোতে “তাদের দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার অনুরো”ধও জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনে গেলে তারা বিশ্বা”সঘাতক হিসেবে চিহ্নিত হবেন বলেও সতর্ক করেছে বিএনপি।” শরিকরাও বিএনপিকে ছেড়ে নির্বাচনে না যাওয়ার প্রতি”শ্রুতি দিয়েছেন। বিএনপির প্রত্যাশা, তারা নির্বাচন বর্জন” করলে যুগপতের শরিকরা ছাড়াও নির্বাচনকালীন “নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনে থাকা অন্য দল ও “জোটও নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেবে। মহাসমাবেশের” দিন সহিংসতার ঘটনায়

২৮ অক্টোবর থেকে গত শুক্রবার “পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় ১৩১টি মামলায় ১ হা”জার ৮১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ডিএমপি”র মিরপুর বিভাগে ৩৯২ জন, লালবাগ বিভাগে ৩৩২, ওয়ারী বিভাগে ৩৩৪, মতিঝিল বিভাগে ৩০১, তেজগাঁ”ও বিভাগে ১৩৪, গুলশান বিভাগে ৭২, রমনা বিভাগে ৯০ এ”বং উত্তরা বিভাগে ৭২ জন রয়েছে। গতকাল শনিবার ডিএম”পির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে”এন রায় নিয়তি এ তথ্য জানিয়েছেন অবরোধের “আওতামুক্ত পূজার ধর্মীয় আচার:

সনাতন ধর্মাবলম্বীদের” কালী ও শ্যামাপূজার ধর্মীয় আচার অনুষ্ঠান অবরোধ ক”র্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বিএনপি। গত”কাল শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির” রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়ে”ছে। বিবৃতিতে বলা হয়, ৪৮ ঘণ্টার অবরোধে সনাতন ধর্মাব”লম্বী কালীপূজ ও শ্যামাপূজার ধর্মীয় আচার অনুষ্ঠান, গণমা”ধ্যমে ও সংবাদপত্রের বহনকারী গাড়ি, জরুরি সেবা”য় নিয়োজিত অ্যাম্বুলেন্স

ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি” অবরোধের আওতামুক্ত থাকবে। চার বাসে আগুন, কক”টেল বিস্ফোরণ: অবরোধ কর্মসূচি শুরুর আগে রাজধানীতে চা”রটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত ৮টা ২০” মিনিট থেকে ১০টার মধ্যে মতিঝিল নটর ডেম

কলেজের সাম”নে, গাবতলী বাসস্ট্যান্ড, গুলিস্তান ও যাত্রাবাড়ীতে “”বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁ”ছে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মক”র্তা তালহা বিন জসিম জানান, যাত্রীবাসী বাসে আগুন দিলে”ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে রাজধানীর ফা”র্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে”। গতকাল সন্ধ্যা ৭টার পর এ ঘটনা ঘটে। তেজগাঁও থা”নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ফা”র্ম”গেটের ফার্মভিউ সুপার মার্কেটের সামনে হঠাৎ করে দুর্বৃত্তরা” রাত ৭টা ১৫ মিনিটের দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটি”য়েছে। এতে কেউ আহত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *