তড়িঘড়ি তপশিল মেনে নেবে না ৬ ইসলামী দল

নির্বাচনকালীন ‘নিরপেক্ষ সরকারের ব্যব’স্থা না করে তড়িঘড়ি জা’তীয় নির্বাচনের ত’পশিল ঘোষণা থেকে বিরত থাকার আ’হ্বান জানিয়েছে সম’মনা ছয়টি ইসলামী দল। গতকাল মঙ্গ’লবার এক বৈঠকে’ ইসলামী দলগুলোর

নেতারা ওই দা’বি জানান। তারা’ বলেন, রাজনৈতিক সমঝোতা ছা’ড়া তপশিল ঘো’ষণা হবে জাতির সঙ্গে তামাশার শা’মিল। এ তামাশা’ বন্ধ করে নিরপেক্ষ সরকারের ‘অধীনে নির্বাচন’ দিতে হবে। তবেই একমাত্র

চলমান সং’ঘাত ও সহিংসতার’ সমাধান করা যাবে। কিন্তু জনগণের’ দাবির তোয়াক্কা না করে’ একতরফা নির্বাচনের দিকে অগ্রসর’ হচ্ছে সরকার। এতে’ পরিস্থিতি আরও অবনতি হবে’। তাদের অভিযোগ,’ সরকার ক্ষমতায় টিকে

থাকতে ‘রাষ্ট্রযন্ত্রকে ব্যবহা’র করছে। শক্তি প্রয়োগ, গ্রেপ্তার,’ নির্যাতন ‘ও জেল-জুলুমের ‘মাধ্যমে বিরোধী কণ্ঠকে স্তব্ধ ‘করতে চায়। এতে ‘আলেম-ওলামাসহ সাধারণ মানুষ হয়’রানির শিকার হচ্ছে’। নেতারা আরও বলেন,

সরকারকে ‘হামলা-মামলা আর পেশি’শক্তির খেলা বন্ধ করতে হবে’। রাজনৈতিক দল ও’ জনগণের মতামত উপেক্ষা ক’রে একতরফা নির্বাচনের’ তপশিল ঘোষণা করলে জা’তি তা মেনে নেবে না”। বৈঠকে বিরোধী

রাজনৈতিক’ নেতাকর্মীদের গণহারে ‘গ্রেপ্তার বন্ধ ও মাওলানা’ মামুনুল হক, মাওলা’না মুনির হোসাইন কাসেমী’সহ আলেম-ওলামা ও ‘কারাবন্দি বিরোধী রাজনৈতিক’ নেতাকর্মীদের মুক্তি ‘দাবি করা হয়।

নিরপেক্ষ সরকারে’র গণদাবি না মেনে তপশি’ল ঘোষণা করলে কঠোর কর্ম’সূচির হুঁশিয়ারি ঘো’ষণা করা হয়। গতকাল বিকেল ৩টা’য় পল্টনের খেলাফত’ মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সংগঠনের আমির মাও’লানা আবদুল

বাছিত আজাদের স”ভাপতিত্বে ও মহাসচি’ব ড. আহমদ আবদুল কাদেরে’র পরিচালনায় বৈঠকটি ‘অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছি’লেন জমিয়তে উলামা”য়ে ইসলাম বাংলাদেশের আবদুর র’ব ইউসুফী, মঞ্জুরুল ইস’লাম

আফেন্দী, বাহাউদ্দিন “জাকারিয়া, নাজমুল” হাসান, বাংলাদেশে খেলাফত আ”ন্দোলনের হাবি”বুল্লাহ মিয়াজী, মুজিবুর রহমান হামিদী, বাং”লাদেশ মুস”লিম লীগের কাজী আবুল খায়ের, বাং”লাদেশ খেলাফত ম”জলিসের

আতাউল্লাহ আমিন, মাহ”বুবুল হক, বাংলা”দেশ নেজামে ইসলাম পার্টির আ”জিজুল হক ইসলামাবা”দী, খেলাফত মজলিসের সাখাওয়াত “হোসাইন, আহমদ আ”লী কাসেমী, খেলাফত মজলিসের “জাহাঙ্গীর হোসাইন, “মুহাম্মদ

মুনতাসির আলী, অ্যধাপক আ”বদুল জলিল, প্র”কৌশলী আবদুল হাফিজ খসরু, যুব”বিষয়ক সম্পাদক তা”ওহিদুল ইসলাম তুহিন, অধ্যাপক” আজিজুল হক, বাং”লাদেশ খেলাফত মজলিসের মুফতি শ”রাফত হোসাইন,

“তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত” আন্দোলনের সু”লতা”ন মহিউদ্দিন, সাইফুল ইসলাম সু”নামগঞ্জী, নেজামে “ইসলাম পার্টির আবদুল্লাহ আল “মাসুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *