ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া কত নির্ধারণ হয়ে গেছে

ঢাকা থে’কে কক্স’বাজার রুটে ১২৫টাকা সর্বনিম্ন ভাড়া নির্ধারণ ‘করে ট্রেন’ ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ’ রেলও’য়ে। সোমবার (১৩ নভেম্বর) এ তালিকা প্রকাশ ‘করা হয়। ঢা’কা থেকে কক্সবাজার পর্যন্ত

বাণিজ্যিক ‘দূরত্ব ৫’৩৫ কিলোমিটার ধরে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে’। প্রকা’শিত তালিকাতে দেখা গেছে, ঢাকা থেকে ক’ক্সবাজার’ যেতে সর্বনিম্ন ভাড়া লাগবে ১২৫ টাকা

আর মেইল’ ট্রেনে ‘লাগবে ১৭০ টাকা। শোভন চেয়ারে ৫০০ ও’ এসি বার্থে’ (ভ্যাটসহ) পড়বে এক হাজার ৭২৫ টাকা। এ’ ছাড়া সু’লভ শ্রেণির ২৫০, শোভন শ্রেণির ৪২০, প্র’থম চেয়ার’/সিট ভাড়া (ভ্যাটসহ) ৬৭০, প্রথম

বার্থের’ (ভ্যাটসহ)’ এক হাজার, স্নিগ্ধা শ্রেণির (ভ্যাটসহ) ৯৬১ এবং ‘এসি সি’ট শ্রেণির ভাড়া এক হাজার ১৫০ টাকা নি’র্ধারণ করা’ হয়েছে। আর কমিউটার ট্রেনের ভাড়া নির্ধারণ’ করা হ’য়েছে ২১০ টাকা। রেলওয়ের পরিবহণ

বিভাগে’র তথ্য ‘মতে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে আরও দুই জোড়া ‘কমিউটা’র ট্রেন সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। প্রকল্পে’র কাজ শতভাগ শেষ না হওয়ায় আপাতত ঢাকা’ থেকে প্রতি’দিন এক জোড়া ও চট্টগ্রাম থেকে এক

জোড়া’ ট্রেন চা’লানো হবে। রেক বা কোচ ও ইঞ্জিন পাওয়া ‘সাপেক্ষে’ চট্টগ্রাম থেকে কক্সবাজারে আরো একজো’ড়া আ’ন্তঃনগর ট্রেন চালানো হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে’। ঢাকার’ ট্রেনটি (৮১৪) রাত ১০টা ৩০ মিনিটে

ছেড়ে’ ভোর ৬টা’ ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছবে। ফিরতি পথে’ বেলা ১টায়’ কক্সবাজার থেকে ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে’ ঢাকায় ‘পৌঁছবে। সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট। ট্রেনটি” শুধু চট্টগ্রা’ম স্টেশনে ৩০ মিনিটের যাত্রাবিরতি

দেবে। ‘অন্যদিকে ‘৮২৪ নম্বর ট্রেন কক্সবাজার থেকে সকাল ‘৭টায় ‘ছেড়ে বেলা ১০টা ৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছবে।’ সময়’ লাগবে ৩ ঘণ্টা ৫ মিনিট। অন্য ট্রেনটি (৮২১) স’কাল’ ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে ১০টা ২০

মি’নিটে কক্স’বাজারে পৌঁছবে। সময় লাগবে ৩ ঘণ্টা ২০ মি’নিট। ঢাকা’-কক্সবাজার আন্তঃনগরে কোচ থাকবে ১৮টি। আস’ন থাকবে’ দিনের বেলায় ৮২৪টি, রাতে ৭৭৯টি। অন্তত ২০ শ”তাংশ ‘আসন চট্টগ্রামের যাত্রীদের জন্য

বরা’দ্দ থাক’বে চট্টগ্রাম-কক্সবাজার রুটের আন্তঃনগর ট্রেনটি’ ষোলশহর’, জালানী হাট, পটিয়া, দোহাজারী, সাতকা’নিয়া, চ’করিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে যাত্রা’বিরতি দিয়ে’ কক্সবাজারে যাত্রী পরিবহণ করবে।

চট্টগ্রা’ম-কক্সবা’জার রুটের ট্রেনটির রেকে মোট কোচ সংখ্যা’ হবে’ ১২টি। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আন্তঃ’নগর ‘ট্রেনের যাত্রীরা সকালে গিয়ে রাতেই চট্টগ্রামে ফিরতে’ পারবে’ন।বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) চিফ অপা’রেটিং সুপা’রিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম বলে

ন, ১ ডি’সেম্বর থে’কে কক্সবাজারে ট্রেন চালাতে আমরা প্রস্তু’ত। প্রথম ‘ট্রেনটি চলাচল শুরু করবে ঢাকা থেকে। দ্বি’তীয় বাণিজ্যি’ক ট্রেনটি চলবে কক্সবাজার থেকে চট্টগ্রাম’।কক্স’বাজারকে ঘিরে অন্তত ছয় জোড়া ট্রেনের

পরিক’ল্পনা হা’তে নেওয়া হলেও শুরুতে দুই কিংবা তিন জোড়া’ ট্রেন চা’লানো হবে। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো চালানো’ হবে জা’নিয়েছেন বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) চিফ অ’পারেটিং” সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম।গত ১১’ নভেম্ব’র কক্সবাজার সমুদ্র সৈকতের কাছাকাছি

নির্মিত’ দেশের ‘প্রথম এবং এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনি’ক রেল’স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। রেলস্টে’শন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত’ রেললাই’ন প্রকল্পের রেল চলাচলও উদ্বোধন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *