ঢাকায় লাখো ইমামের সম্মেলনের প্রস্তুতি

ঢাকায় এক লা’খ ইমামের সমাবেশ ঘটি”য়ে ইমাম সম্মেলন করতে যাচ্ছে ‘সরকার। ওই সম্মে’লনে প্রধান অতিথি থাকবেন প্র”ধানমন্ত্রী শেখ হাসিনা। ‘আগামী ৩০ অক্টোবর

 

 

পূর্বাচলে ‘জাতী”য় ইমাম সম্মে”লন-২০২৩’ অনুষ্ঠিত হবে বলে ডয়চে ভে’লেকে নিশ্চিত করে’ছেন ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ ‘অ্যাকাডেমির ‘পরিচালক মাও’লানা আনিসুজ্জা’মান সিকদার।

 

 

সম্মেল’নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাক’তে পারেন সৌদি আ’রবের মসজিদুল হারামের ইমাম। প্রধানমন্ত্রী’ সম্মেলন থেকে ‘ষষ্ঠ পর্যায়ে আরও ৫০টি মডেল মসজি’দ’ ও ইসলামিক’ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন।

 

 

সূত্রমতে, দেশে ‘মসজিদভিত্তি’ক গণশিক্ষা কেন্দ্রে শিক্ষক’তার সঙ্গে জড়িত প্রায় “৮০ হাজার আলেম-ওলামা। সরকার তা”দের প্রতি মাসে “সাড়ে ৫ হাজার থেকে ১১ হাজার টাকা” পর্যন্ত সম্মানী ভা”তা দিয়ে থাকে।

 

 

এই শিক্ষকরা ইফার ইমা”ম প্রশিক্ষণ একা”ডেমির প্রশিক্ষণপ্রাপ্ত। এর বাইরে”ও কয়েক হাজার “প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম আছেন। মূলত সেই ইমা”মদেরই এবার সম্মে”লনে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

 

সম্মে”লনে উপস্থিত থাকতে” পারেন সৌদি আরবের মক্কা-মদি”নার পবিত্র দুই মসজি”দের দুই ইমাম। এ নিয়ে সৌদি আরব’কে চিঠি দিয়েছে ধর্ম” মন্ত্রণালয়।ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দা”র বলেন, পূর্বাচ’লে আন্তর্জাতিক বাণিজ্য

 

 

মেলা কমপ্লে’ক্সে ৩০ অক্টোবর জা’তীয় ইমাম সম্মেলন-২০২৩ ‘অনুষ্ঠিত হবে। সম্মে’লন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সে’খানে মন্ত্রিসভার স’দস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতস’হ অন্তত এক লাখ’ লোকের সমাগম হবে।

 

 

সেখান থেকে ‘ষষ্ঠ পর্যায়ের আরও’ ৫০টি মসজিদ ও ইসলামিক সাং’স্কৃতিক কেন্দ্রের উ’দ্বোধন করবেন প্রধানমন্ত্রী।একাদশ জা’তীয় সংসদ ‘নির্বাচ’নের আগেও প্রধানমন্ত্রীর উপস্থি’তিতে ইমাম সম্মেল’নে ‘সৌদি আরবের দুই মসজিদের দুজন ই’মাম উপস্থিত ছি’লেন।

 

 

ক্ষমতাসীনেরা ইসলাম ও দেশের আলে’ম-ওলামাদের কল্যা’ণে যেসব পদক্ষেপ নিয়েছে, ‘তা সম্মেলনে তুলে ধরে ‘সেই ধারা অব্যাহত রাখতে বলা হয়েছিল।’ আসন্ন এই সম্মে’লন সফল করতে ধর্ম মন্ত্রণালয় ও’ ইফা ব্যাপক প্রস্তু’তি

 

 

নিচ্ছে। ই ফার ইমাম প্রশিক্ষণ একাডে’মির পরিচালক’ মো. আনিসুজ্জামান সিকদার ব’লেন, দেশে সাড়ে’ ৪ লাখ ইমাম-মুয়াজ্জিন থাকলেও সবাইকে’ দাওয়াত দেওয়া হ’চ্ছে না। শুধু প্রশিক্ষণপ্রাপ্ত’ ইমাম ও মসজিদভি’ত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক ও’ ‘ইসলামিক ফাউন্ডেশ’নের সঙ্গে জড়িতদেরই

 

 

 

আমন্ত্র’ণ জানানো হয়েছে’। সম্মে’লনে ইমামদের উদ্দেশে প্রধানম’ন্ত্রী দিক’নির্দেশনা দে’বেন।নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের ‘তপশিল ঘোষণা ক’রার কথা রয়েছে। তাই এই সময়ে ইমাম’ সম্মেলন করার ম’ধ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখতে পা’চ্ছেন জাতীয় ইমাম’ সমিতির সভাপতি ও

 

 

লালমাটি’য়া বায়তুল হারাম’ মসজিদের ইমাম মাওলানা কাজী ‘আবু হোরায়রা৷তিনি বলেন, সর’কার নিজের ভোটের জন্য এই ই’মাম সম্মেলন কর’ছে। আমরা ওই সম্মেলনের কথা শুনেছি ‘তবে আমাদের সঙ্গে কো’নো যোগাযোগ করা হয়নি।এই’ বিষয়ে মো. আনিসু’জ্জামান সিকদার বলেন, এই

 

 

সম্মেলনে’র পিছনে কোনো রা’জনৈতিক উদ্দেশ্য নাই। প্রতিবছরই’ এই সম্মেলন করা হয়’। এর উদ্দেশ্য থাকে ইসলামে’র মহান আদর্শ ‘সবার কাছে পৌঁছে দেওয়া।তিনি বলেন, আমরা’ এ পর্যন্ত ইমলামি’ক ফাউন্ডেশন থেকে দুই

 

 

লাখ ৫০ ‘হাজার ইমামকে প্র’শিক্ষণ দিয়েছি৷ তাদের উপজেলা,’ জেলা ও জাতীয় পর্যায়ে’ প্রতিযোগিতা হয়। সেখানে যা’রা প্রথম, দ্বিতীয় এ’বং তৃতীয় হন তাদের প্রত্যেক বছর জাতীয় স’ম্মেলনের মাধ্যমে পু’রস্কার দেওয়া হয়।

 

 

প্রত্যেক বছ’র প্রধানমন্ত্রীর হাত ‘দিয়েই তারা পুরস্কার নেন। এবারও তাই ক:রা হচ্ছে৷ তবে এবার ‘একটু বড় আকারে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *