ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সাভারের °আশুলিয়ায় °ড্যাফোডিল ইন্টা°রন্যাশনাল ইউনিভা°র্সিটির এ^কাডেমিক কার্য°ক্রম ১৬ নভে^ম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা ক°রা হয়েছে।° রোববার (৬ ন°ভেম্বর) রাতে এক ™বিজ্ঞপ্তির° মাধ্যমে এ ঘো°ষণা দেয় বি°শ্ববিদ্যালয় প্রশাসন। ™এর আগে™ শিক্ষার্থীদের ™সঙ্গে এলা™কাবাসীর

ব্যাপক সং°ঘর্ষ ও ধাও°য়া-পা™ল্টাধাও°য়ার ঘটনা ঘটে। এ সময় সংঘ°র্ষে° প্রায় ২০ জ°ন আহত হন°। এর জেরে এ সিদ্ধান্ত নে°ওয়া হয়েছে °বলে জানা গে°ছে। ই° বিজ্ঞপ্তিতে বলা হ°য়, বিশ্ববি°দ্যালয় কর্তৃ°পক্ষের সিদ্ধা°ন্ত অনুযায়ী আজ ৬ °নভেম্বর °থেকে ১৬ ন°ভেম্বর পর্য°ন্ত শুধু

আশুলিয়ায় ড্যা°ফোডিল ইন্টা°রন্যা°শনাল° ইউনিভার্সিটির একাডেমি°ক কার্যক্র°ম বন্ধ থাক°বে।বিশ্ববি°দ্যালয়টির জ্যে°ষ্ঠ সহকা°রী পরিচালক °(জনসংযোগ) °মো. আনোয়ার° হাবীব °সাংবাদিক°দের জানান,° সৃষ্ট পরিস্থিতি বিবেচনায়° বিশ্ববিদ্যা°লয় প্রশাসন° এ সিদ্ধা°°ন্ত নিয়েছে।

ক্যাম্পাসটি°র সব একা°ডেমিক কার্যক্র°ম আগামী ১৬ নভেম্বর° পর্যন্ত °বন্ধ ঘোষণা °করা হয়ে°ছেএলাকাবাসী জানান,° ড্যাফোডি✓ল ইন্টারন্যা°শনাল °ইউনিভার্সিটির শিক্ষার্থী হা°সিবুল হাসা°ন অন্তরকে ক্যা°ম্পাস থেকে ডেকে নিয়ে °গত কয়েক° দিন আগে হ°ত্যার অ°ভিযোগ উঠে

আরেক শিক্ষা°র্থী রাহাত ও° তার লোকজ°নের বিরুদ্ধে। এ ঘটনায়✓ হত্যাকারী✓দের =°গ্রেপ্তারের দা°বিতে গত শুক্রবার রাতে °সাভারের° বিরুলিয়ার বা°জার এলাকা°য় দেড় শতাধি°ক দোকান ভা°ঙচুর করে °ড্যাফোডি°লের শিক্ষা°র্থীরা।প™রে এ ঘটনায়™ জানমালের নি°রাপত্তায় রোববার বি=কেলে আশু=লিয়ার চাঁনগাঁও° এলাকার স্থানীয়

লোকজন আ°লোচনায় বসে°। আলোচ°নার বিষয়টি শুনতে পে°রে ড্যা°ফোডিলের শিক্ষা°র্থীরা লাঠি° ও ধারালো অস্ত্র নিয়ে চাঁন✓গাঁও° এলাকায় প্রা°য় দুই শতা°ধিক দোকান ও কয়েকটি বাসাবাড়ি° ভাঙচু°র করে।এ °সময়° একটি দোকা=ন আগুন ✓দিয়ে পুড়িয়ে✓ও দেয় শিক্ষা°র্থীরা। দুই

ঘণ্টাব্যাপী= এ সংঘর্ষে°র খবর পে°য়ে সাভার °ও আশু°লিয়া থানা °পুলিশ ঘটনা°স্থলে গিয়ে প°রিস্থিতি নিয়ন্ত্রণে °আনে।পুলিশ এ° সময় উভ°য়পক্ষ°কে শান্ত থাক°তে বললে°ও এলাকাবা°সী ও শি°ক্ষার্থীদের মধ্যে এখনো থ✓মথমে অব✓স্থা বিরাজ কর✓ছে। এদিকে শিক্ষার্থী°রা এখনো° সাভারের °বিরুলিয়া ও আশু°লিয়া সড়কে°র ড্যা°ফোডি°ল ইউনিভা°র্সিটির সামনে° রাস্তায় টায়ার দি°য়ে আগুন ধ™রিয়ে অবরোধ করে° রেখেছেন

এদিকে আ°হতদের দ্রুত °উদ্ধার করে °চিকিৎসার জন্য হাসপাতা°লে ভর্তি করা °হয়েছে।এ বিষ°য়ে সাভার মডেল থানার ও°সি দীপক চন্দ্র °সাহা বলে°ন, ‘বর্ত°মানে পরিস্থিতি শা°ন্ত ও পুলিশের° নিয়ন্ত্রণে রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *