ডোনাল্ড লু’র চিঠি পায়নি আওয়ামী লীগ

দ্বাদশ জাতী’য় সংসদ নির্বাচনের’ তপশিল ঘোষণার আগ মুহূর্তে রাজনৈ’তিক দলগুলোর ‘প্রতি শর্তহীন সংলাপের আহ্বান জা’নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র’। এ বিষয়ে ক্ষমতাসীন আওয়া’মী লীগ, জাতীয় পার্টি ও ‘বিএনপিকে দেশটির দক্ষিণ ও’ মধ্য এশিয়াবিষয়ক সহকা’রী পররাষ্ট্রমন্ত্রী

ডোনাল্ড ‘লু চিঠি পাঠয়িছেন বলে জা’নিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কি’ন রাষ্ট্রদূত। তবে ডোনাল্ড ‘লু’র চিঠি পায়নি বলে জা’নিয়েছেন আওয়ামী লীগের স’ভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর র’হমান। মঙ্গলবার (১৫ নভে’ম্বর) সন্ধ্যা পর্যন্ত

আওয়ামী’ লীগ কোনো চিঠি পাননি ‘বলে জানিয়েছে। তবে দ্বাদশ জা’তীয় সংসদ নির্বাচন ‘সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘শর্তহীন সংলাপের আহ্বা’নে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে’ ক্ষমতাসীন দল আও’য়ামী লীগ। সংবিধানের ভেতরে ‘থেকেই সে আলোচনা হতে হ’বে বলেও ইঙ্গিত

দিয়েছেন’ দলের শীর্ষ নেতারা। এ ‘বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ড’লীর সদস্য আব্দুর রহমা’ন কালবেলাকে বলেন, আ’মাদের কাছে ডোনাল্ড ‘লু’র কোনো চিঠি এসে পৌঁছায়নি।’ চিঠি পাওয়ার পর দ’লীয় ফোরামে আলোচনা করে সি’দ্ধান্ত নেওয়া হবে। এদি’কে ডোনাল্ড লু’র চিঠি

পাওয়ার প’র শর্তহীন সংলাপে’র পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি। ত’বে সংলাপের আগে প’রিবেশ নিশ্চিত করার কথা বলেছে’ বিএনপি। আর আ’ওয়ামী লীগের নেতারা বলছেন, তারা সং’লাপে রাজি হলেও ‘তা সংবিধানের আলোকে হতে হবে। ‘দলটির সভাপতিমণ্ড’লীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর

রাজ্জাক ‘গণমাধ্যমকে জা’নিয়েছেন, ‘বিএনপি সংবিধান মেনে রা’জি হলে আলোচ’না হতে পারে।’ এদিকে আজ বুধবার দ্বা’দশ জাতীয় সংসদ ‘নির্বাচনতপশিল ঘোষণার সিদ্ধান্ত নিতে’ বৈঠকে বসবে ‘নির্বাচন কমিশন। এরপর জাতির ‘উদ্দেশে ভাষণ দিয়ে’ তপশিল ঘোষণা করবেন

প্রধান নি’র্বাচন কমিশনার কাজী” হাবিবুল আউয়াল। নির্বাচন ‘কমিশন দু-এক দিনের’ মধ্যেই নির্বাচনের তারিখ ও সময় ‘ঘোষণা করবে বলে প্র’ধানমন্ত্রী শেখ হাসিনা গতকা’ল এক অনুষ্ঠানে জা’নিয়েছেন। ক্ষমতাসীন দলের যুগ্ম সা’ধারণ সম্পাদক আ ‘ফ ম বাহাউদ্দিন নাছিম

কালবে’লাকে বলেন, ‘তপ’শিল ঘোষণার সঙ্গে সংলাপের আহ্বা’নের কোনো সম্পর্ক নে’ই। যদিও সংলাপ নিয়ে চিঠিতে কী ”লেখা আছে, তা জা’না যায়নি। কারণ চিঠিটি এ’খনো এসে পৌঁছায়নি। তবে দলের’ সিদ্ধান্ত

অনুযা’য়ী, সংবিধান অনুযা’য়ী যথাসময়ে নির্বাচন হবে।’ এদিকে প্র’য়োজন হলে সংলাপ হবে’, তবে কার সঙ্গে সংলাপ ‘হবে তা নিয়ে প্রশ্ন আছে বলে ম’ন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ ‘কে আব্দুল মোমে’ন। তিনি বলেন, ‘সংলা’পে আমাদের আপত্তি’ নেই। আমরা গণতন্ত্র ধ্বংস করতে ‘চাই না। গণতন্ত্র সমু’ন্নত করতে যা যা করা

দরকার ‘আমরা তাই করব। সে’খানে যদি সংলাপের প্রয়ো’জন হয়, আমরা সেটা’ করব। কিন্তু কার সঙ্গে করব,’ সেটা বিবেচনার বিষ’য় আছে, সেটা নিয়ে প্রশ্ন আছে।’’ ডোনাল্ড লুর সং’লাপের আহ্বানের আগেও মার্কিন প্রাক-‘নির্বাচন পর্যবেক্ষকদ’ল বাংলাদেশে

অংশগ্রহণমূ’লক নির্বাচনের জ’ন্য অংশীজনের মধ্যে অর্থবহ সংলাপের ‘সুপারিশ করে। তবে’ সংবিধানের ভেতরে থেকে আলোচনা’য় আওয়ামী লীগ রা’জি থাকলেও বিএনপি ও সমমনা দ’লগুলো প্রধানমন্ত্রীর’ পদত্যাগসহ তত্ত্বাবধায়ক ব্যবস্থা পু’নর্বহালের দাবিতে অন’ড় থাকায় সংলাপ নিয়ে

কোনো অ’গ্রগতি হয়নি। যদিও ‘দুই দলেরই নেতা অনেকেই সংঘাত এ’ড়াতে সংলাপের প্র’য়োজনীয়তা অনুভব করেন; কিন্তু তারা”ও নিজেদের দলীয় “অবস্থানের পক্ষে অনড়। আলোচনা’র মাধ্যমে সংকট স’মাধানের ব্যাপারে বিদেশি কূটনীতিকদে”র চাপ অব্যাহত থা”কলেও আওয়ামী লীগ ও

বিএনপির” কেউই নমনীয় হতে “বা সংলাপের পথে হাঁটছে না বলে দা”বি বিশ্লেষকদের।” সরকারের কয়েকজন মন্ত্রী সংলাপের প”ক্ষে বললেও প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা সংলাপের” সম্ভাবনা নাকচ ক’রে দিয়ে গত ৩১ অক্টোবর

এক সং”বাদ সম্মেলনে বলেন”, ‘যেদিন বাইডেন-ট্রাম্পের সংলাপ হ”বে, সেদিন বাংলা”দেশেও সংলাপ হতে পারে।’ এমনকি তি”নি সংলাপ কার “সঙ্গে ও কী বিষয়ে—তা নিয়েও প্র”শ্ন তোলেন। এর “এক সপ্তাহ পর আওয়ামী লীগের সা”ধারণ সম্পাদক “ওবায়দুল কাদের মন্তব্য করেন

, সংলাপের” যে সম্ভাবনা ছিল”, তার সময় পেরিয়ে গেছে। তিনি “বলেন, বিএনপি “একটি ‘সন্ত্রাসী দল’। সন্ত্রাসীদের সঙ্গে “সংলাপ হতে পারে “না। এক সময় বলেছিলাম চার দফা শ”র্ত তুলে নিলে সং”লাপ হতে পারে, সেই সময় শেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *