ডিএমপির চিঠির জবাব দিল বিএনপি

বিএনপির ‘কাছে স’মাবেশের বিকল্প’ দুটি ভেন্যুর নামসহ সাতটি ত’থ্য জানতে চেয়ে চি’ঠি দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএম’পি)। সেই চিঠির ‘জবাব দিয়েছে দলটি। জবাবে বি’এনপি বলেছে, তা’রা নয়াপল্টনেই সমাবেশ

 

 

করতে চায়। ‘বৃহস্পতিবার (২৬ অ’ক্টোবর) ডিএমপির সংশ্লিষ্ট সূত্রে এসব ‘তথ্য জানা গেছে’।ডিএমপিতে দেওয়া চিঠিতে বিএনপি জা’নিয়েছে, তাদের স’মাবেশে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজা’র লোকের সমা’গম হবে। অন্য কোনো রাজনৈতিক

 

 

দলের লোক ”তাদের সমাবেশে ‘আসবে না।দলটি আরও জানিয়েছে’, তারা নয়াপল্টনেই স’মাবেশ করতে চায়। এজন্য তারা ৫০০ ‘স্বেচ্ছাসেবক প্রস্তুত’ রেখেছে। এর আগে বুধবার (২৫ অক্টোবর’) বিএনপির যুগ্ম ম’হাসচিব রুহুল কবির

 

 

রিজভীর ‘কাছে সমাবেশের’ বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য’ জানতে চেয়ে চিঠি দে’য় পুলিশ।চিঠিতে পুলিশ জানতে চেয়েছিল,’ সমাবেশে লো’কসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন’ কোন স্থানে মাই’ক লাগানো হবে, অন্য দলের

 

 

কেউ উপস্থিত’ থাকবেন কিনা’সহ সাতটি তথ্য। পাশাপাশি জননিরাপত্তা’র কারণে নয়াপল্ট’নে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না’ হলে কোথায় হ’তে পারে এমন দুটি বিকল্প নাম চেয়েছিল।’সরকারের পদ’ত্যাগ ও নির্দলীয় সরকারের

 

 

এক দফা ‘দাবিতে ২৮ অক্টোবর’ রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দি’য়েছে বিএ’নপি। ১৮ অক্টোবর কর্মসূচি ঘোষণা ক’রে ফখরুল বলেন’, মহাসমাবেশ থেকে আমাদের

 

 

মহাযাত্রা শুরু হ’বে। এরপর সর’কারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থে’মে থাকব না।’ অনেক বাধা আসবে। অনেক বিপত্তি আ’সবে। এসব বাধা ‘বিপত্তি অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *