জামায়াতের প্রচার সম্পাদক আকন্দ আটক

বাংলাদেশ জামা’য়াতে ইসলামীর কে’ন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আ’কন্দকে আটক করেছে পুলিশ। বুধবার’ ‘(২৫ অক্টো’বর) সকাল ‘১১টায় তার উত্তরার ১৪ নং সেক্টর ১৮ নং সড়কের বাসা’ থেকে তাকে আটক

 

 

করা হয়।এর ‘আ’গে তার বাসা ঘিরে ‘অবস্থান নিয়েছিল পুলিশ সদস্যরা’।বিষয়টি জানিয়ে’ছেন ঢাকা মহানগর উত্তর জামায়া’তের প্রচার-মিডিয়া ‘সম্পাদক আতাউর রহমান সরকার। তিনি জানা’ন, মতিউর রহমান ‘আকন্দ খুবই

 

 

অসুস্থ। ওনা’কে ওপেন হার্ট সার্জা’রি করা হয়েছে। ২৪ অক্টোবর রা’তে ইউনাইটেড হা’সপাতালে ভর্তি ছিল। গতকাল এম আর আই ক’রেছে। আজ হাসপা’তালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।’ এসময় পুলিশ তা’কে আটক করে এম্বুলেন্স করে

 

 

নিয়ে গেছে।পরিবারে’র সদস্যরা জা’নান, মতিউর রহমান আকন্দ খুব’ই অসুস্থ। ‘গতকাল (মঙ্গলবার) রাতে এমআরআ’ই করা হয়েছে। আজকে’ই ডাক্তারের পরামর্শে রাজধানী’র ইউনাইটে’ড হাসপাতালে ‘ভর্তি হওয়ার কথা

 

 

ছিল। দীর্ঘ”দিন ধরেই হার্টের স’মস্যায় ভুগছেন। তার বাইপাস সার্জারি করা” হয়েছে।২৮ অক্টোবর ম’তিঝিল শাপলা চত্বরে সমাবেশের” ঘোষণা দিয়েছিল জামা”য়াত। তারপর থেকেই দলের “নেতারা প্রশাসনের বিশেষ ন’জরদারিতে ছিল বলে

 

 

জানা যায়।২০’১৩সালের পর আলো’চনার বাইরে থাকলেও চলতি ব’ছরের ১২ জুন ঢাকায় স”মাবেশ করে আবারও আলোচনায় “আসে জামায়াত।” ২০২৪ সালের জানুয়ারি মাসে অনু”ষ্ঠিতব্য সাধারণ নির্বা”চনকে সামনে রেখে

 

 

রাজনী”তির মাঠে বেশ সর”ব জামায়াতে ইসলামী। এমনকি দলটির সমর্থি”ত ছাত্রসংগঠন ইসলা”মী ছাত্রশিবিরও বৃহৎ পরিসরে বি”ক্ষোভ মিছিল কর”ছে রাজধানীসহ দেশের বিভিন্ন মহানগ”র ও উপশহরে।সো”মবার (২৩ অক্টোবর)

 

 

ঢাকায় স”মাবেশের ঘোষণা দিয়ে”ছে জামায়াত। তাদের লক্ষ্য এক”ই তত্ত্বাবধায়ক ইস্যুতে” সরকারের পতন ও সুষ্ঠু নির্বাচন।চল”তি বছরের ১২ জু”ন সর্বশেষ অনুমতি নিয়ে সমাবেশ ক”রে দলটি এরপরই যতবা””রই অনুমতি চাওয়া

 

 

হয়েছে তা”র একটিরও অনুম”তি দেয়নি প্রশাসন। তবে জামায়াত তা”দের কর্মসূচি ব”ন্ধ করেনি। অনুমতি ছাড়াই ঢাকাসহ সারা দে”শে মিছিল ও সমা”বেশ করেছে। তবে ২৮ অক্টোবর নি”য়ে ভিন্ন চিন্তা রয়ে”ছে দলটির। জামায়াতের

 

 

একটি সূত্র থেকে” জানা যায়, ২৮ অক্টোব”রের সমাবেশ সফল করতে” সর্বাত্মক প্রস্তুতি “গ্রহণ করেছে তারা। ইতোমধ্যে সং”গঠন বিভাগ, মহা”নগর, নগর, থানা ও ইউনিটসহ সর্বস্ত”রে মিটিং করছে”।জামায়াতের কেন্দ্রীয়

 

 

একটি সূত্র থে””কে জানা যায়, ২৮ অ”ক্টোবর প্রশাসন অনুমতি না দিলে”ও যে কো”নো মূল্যে সমাবেশ বাস্তবায়ন করবে দল”টি। মতিঝিল জায়গা” না পেলেও তার আশপাশে যে কোনো “জায়গায় নিজেদে”র “শক্তি জানান দিবে।

 

 

জামায়া”তের কেন্দ্রীয় নির্বাহী” পরিষদ ২৮ অক্টোবর শান্তিপূর্ণ ম”হাসমাবেশে সুশৃঙ্খলভাবে “সমবেত হয়ে এক দফা দাবি” কেয়ারটেকার সরকা”রব্যবস্থা বাস্তবায়নের আন্দোল”নকে বেগবান ক”রার আহ্বান জানিয়ে এক

 

 

বিবৃতিতে জা”নায়, সরকারে”র” কোনো ধরনের উসকানি, অসাংবিধা”নিক ও গণতন্ত্রবি”রোধী অপতৎপরতায় বিভ্রান্ত না হও”য়ার জন্য নির্বাহী পরি”ষদ দেশবাসী এবং সংগঠনের সর্বস্তরের “জনশক্তির প্রতি আ”হ্বান জানাচ্ছে।

 

 

জামায়াত ২৮ অক্টোবর সমাবেশের জন্য “ডিএমপির কাছে সহযোগিতা চেয়ে যে আবে”দন করেছে তা নাক”চ করে দিয়েছে প্রশাসন। এ”র পরই গণমাধ্যমে বা7″র্তা পাঠায় “দলটি। বার্তায় “জামায়াত” জানায়, ‘জামায়াতে ইসলামী

 

 

সাংবিধানিক অধিকা”র অনুযা”য়ী আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ “বাস্তবায়নে সহায়তা চে”য়ে পুলিশ

 

 

কমিশনারকে লিখিত”ভাবে জানিয়েছে। পুলিশের দায়িত্ব হলো শান্তিপূর্ণ স”ভা-সমা”বেশ বাস্তবায়নে সহযোগিতা করা, বাধা দে”ওয়া নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *