জামায়াতকে সমাবেশ করতে দেয়ার কারণ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিনই রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রথমে প্রশাসন সমাবেশের অনুমতি না দিলেও পরবর্তীতে জামায়েতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়।

 

 

এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানালেন সহিংসতা এড়ানোর জন্যই জামায়াতের সমাবেশে কোন ধরণের বাধা দেওয়া হয়নি।বুধবার (১ নভেম্বর) রাতে রাজধানীর মনিপুরী পাড়ার নিজ বাসায় ক্ষুদ্র ব্যবসায়ীদের

 

 

মাঝে মূলধন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২৮ অক্টোবর আমরা জামায়াতে ইসলামীকে মহাসমাবেশ করার অনুমতি দিইনি। কিন্তু তারা নিজেরাই করে ফেলেছে। করে ফেলার পর পুলিশ বাধা দিলে হয়ত একটা সহিংস পরিস্থিতি তৈরি হতে পারত। সেজন্য পুলিশ

 

 

বাধা দেয়নি।’অনুমতি ছাড়াই জামায়াতে ইসলামীকে সমাবেশ করতে দেওয়ায় রাজনৈতিক মহলে আলোচনা চলছে সরকারের সাতে জামায়াতে ইসলামীর কোন সমঝোতা হচ্ছে কি না? এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘না কোনো ছাড় আমরা দিচ্ছি না,

 

 

সমঝোতাও হয়নি। দেখুন ৩৩০টা দৈনিক পত্রিকা, আমাদের ইলেকট্রনিক মিডিয়া খুবই শক্তিশালী। আরও অনেক দেশি-বিদেশি মিডিয়া তো আছেই। সব জায়গাতে বলা হচ্ছে, মানবাধিকার, রাজনৈতিক অধিকার। আমরাও সেটি চিন্তা করেছি। যদিও তারা (জামায়াত) নিবন্ধিত দল নয়।’তিনি এ

 

 

প্রসঙ্গে আরো বলেন, ‘জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করছে, জামায়াতের ওপর তো আরও আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা তাদের কোনো স্পেস বা ছাড় দিইনি। তারা নিজেরাই সমাবেশ করে ফেলেছে। করে ফেলার পর পুলিশ বাধা দিলে হয়ত একটা সহিংস পরিস্থিতি তৈরি হতে পারত। সেজন্য পুলিশ বাধা দেয়নি। একদিকে বিএনপি অন্যদিকে।

 

 

জামায়াতে ইসলামী সমাবেশ করছিল। সেদিন পুলিশ ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে।’ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আরও জানতে চাওয়া হয় আগামীতে জামায়াতের ব্যাপারে সরকারের অবস্থান কেমন থাকবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জামায়াত কোন নিবন্ধিত দল নয়। সুতরাং তাদের কোনো কর্মসূচিতে অনুমতি দেওয়া হবে না।

 

 

বিএনপির দেওয়া তিন দিনের অবরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অবরোধ বিএনপি অফিসিয়ালি উত্তোলন করেনি। বিএনপি নানা সময় বিভিন্ন ধরনের নাশকতা করেছে। এখন অন্য উপায়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *