জাপাকে দেওয়া ডোনাল্ড লু’র চিঠিতে যা আছে

জাতীয় পার্টির শীর্ষ নে’তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে’ নিযুক্ত আ মেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ সোমবার (১৩ ন ‘ভেম্বর) জাপা চেয়ারম্যানের বনানী

কার্যাল’য়ে এ বৈঠক’ অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান ‘জি এম কাদে’রের হাতে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশি য়াবিষয়ক সহ’কারী মন্ত্রী ডোনাল্ড লু দেওয়া চিঠি তু’লে দেন মার্কিন রাcষ্ট্রদূত। চিঠিতে অবাধ, সুষ্ঠু।।।

, নিরপেক্ষ নির্বাচনের কথা ‘উল্লেখ করে বলা হয়েছে, আমরা আসন্ন দ্বা’দশ সংসদ নির্বাচন সুষ্ঠু দেখতে চাই। সব দলের অংশগ্রহ’ণে এ নির্বাচন নি’য়ে কোনো বিতর্ক চাই না। এ ব্যাপারেc জাতীয় পার্টি র সহযোগিতা ও ভূমিকা

কামনা করা হয়েছে চিঠিতে। চিঠি র কথা স্বীকার করে বৈঠকে অংশ নেওয়া জাপা মহাসচিবc মুজিবুল হক চুন্নু কালবেলাকে “বলেন, এ”কই চিঠি আওয়ামী লীগ ও

বিএনপি”কে মার্কিন “রাষ্ট্রদূতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। চিঠিতে তারা সব দলে”র অংশগ্রহণে নিরপেক্ষ ও আন্ত””র্জাতিকভাবে গ্রহ”ণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে উল্লেখ করে”ছে। আমরা” বলেছি, একটি নিরপেক্ষ ও

গ্রহণযো”গ্য নির্বাচন অনু””ষ্ঠানের চাওয়া আমাদেরও। তিনি বলেন, “নির্বাচন কীভাবে” হবে এ বিষয়টি বাংলাদেশের অভ্যন্ত”রীণ ইস্যু। বিদে”শিরা আমাদের নিজস্ব বিষয়ে কথা

বলার অ”ধিকার রাখে” না। কিন্তু আমেরিকা আমাদের দীর্ঘদিনে”র বাণিজ্যিক” অংশীদার। এজন্য তাদের চিন্তা ও মতাম”তকে অনেক স”ময় গ্রহণ করতে হয় বা গুরুত্ব দিতে হয়। উপ”যুক্ত পরিবে”শ নিশ্চিত হলে জাপা নির্বাচনে অংশ

নিবে ব”লেও জানান তিনি।” বৈঠকে অংশ নেন জাতীয় পার্টির কো”-চেয়ারম্যান” কাজী ফিরোজ রশীদ, জাপা চেয়ারম্যা”নে বিশেষ দূত “মাশরুর মাওলা প্রমুখ। এদিকে

বৈঠকে”র পর ঢাকাস্থ” মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া “হয়েছে। এতে “বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষ”য়ক সহাকারী প”ররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র পাঠানো” চিঠি জাতীয় পা”র্টির চেয়ারম্যানের হাতে পৌঁছে

দিতে এ”সেছিলেন পিটার” হাস। চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলা”দেশে অবাধ, সুষ্ঠু” এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এ”ম”ন বক্তব্য রয়ে”ছে। এদিকে পিটার হাস সুষ্ঠু

নির্বাচন” আয়োজনের ল”ক্ষ্যে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলের” প্রতিনিধিদের সঙ্গে” কথা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু ও অংশগ্র”হণমূলক নির্বাচ”নের জন্য সংলাপের ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব “দিচ্ছে বলে” বিবৃতিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *