জানা গেল যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা-পুলিশ কর্মকর্তার সংখ্যা

টানা দুই সপ্তাহ ‘পেরিয়ে ১৫তম দিনে গ’ড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ’। তবে এ সময়ে ক’ত’জন সেনা ও পুলিশ কর্মকতা নি’হত হয়েছেন তা এতদি’নে জানা জায়নি।

 

 

এবার সে সংখ্যাও’ জানিয়েছে ইস রায়েল। ‘আলজাজিরার এক প্রতিবেদনে ‘এ তথ্য জানানো হ য়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধে মোট ১’৪০৫ জন নিহত হয়েছেন। তাদে’র ‘মধ্যে ৩০৭ সেনা ‘ও ৫৭ জন পুলিশ

 

কর্মকর্তা রয়েছেন।’এ ছাড়া দেশটি হামা’সের হাতে বন্দিদের সংখ্যাও “জানিয়েছে। তারা বল”ছে যুদ্ধে” এখন পর্যন্ত হামাসে’র’ হাতে ২১০ ইসরায়েলি সে’না ও বেসামরিক লোক।

 

বন্দি হয়ে’ছেন। এ ছাড়া এখনও ‘নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০০ জন।’এদিকে ইসরায়েলের’ চলমান হামলার মধ্যে নতু’ন হুঁশিয়ারি দিয়েছেন ফি’লিস্তিনের প্রেসিডেন্ট

 

মাহমুদ আ’ব্বাস। তিনি বলেন, আমরা’ আমাদের ভূমিতেই থাকব। এই ‘অঞ্চলে শান্তি ফেরাতে’ আজ শনিবার (২১ অক্টোবর) মি’সরের কায়রোতে এক ‘আন্তর্জাতিক সম্মেলনে তিনি এমন হুঁ শিয়ারি দেন। মাহমু দ আব্বাস বলেন,

 

ফিলিস্তিনিরা  তাদের গাজার বাইরে cঅন্যত্র সরিয়ে নেওয়ার পদক্ষেপকে’ মেনে নেবে না’। ইসরায়েলের সেনাবাহিনীর বিরামহীন বোমা’বর্ষণের মধ্যেও ‘তারা এ অঞ্চলেই থেকে যাবে।তিনি ব’*লেন, আমরা স্থানান্ত’রকে মেনে নেব না।

 

যত বড়ই চ্যালে”ঞ্জ আসুক না কেনো আম”রা আমাদের জায়গায় থেকে যাব।আন্ত”র্জাতিক এ সম্মে’লনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট জে”রুজালেম ও পশ্চি”ম তীর থেকে ফিলিস্তিনিদের” বিতাড়নের বিষয়ে”ও অভিযোগ করেন।

 

 

ইরায়েল ও হা”মাসের যুদ্ধ ১৫তম” দিনে গড়িয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকা”য় যুদ্ধ থামাতে বি”শ্বজুড়ে দাবি উঠলেও আমলে নি”চ্ছে না কোনো প”ক্ষই। এমন পরিস্থিতিতে ২৩ লাখ মানুষে”র এই অঞ্চলে শান্তি” ফেরাতে আজ শনিবার

 

মিসরের “কায়রোতে বৈঠকে” বসছেন বিশ্বনেতারা। এবারের এই শান্তি সম্মেল”নে ২০ দেশের নেতা”রা যোগ দিলেও নেই ইসরায়েল, হা”মাস, যুক্তরাষ্ট্র কিংবা ই”রানের কোনো প্রতিনিধি।মি”সরীয় কর্মকর্তারা বল”ছেন, এই সম্মেলনের

 

মূল লক্ষ্য যুদ্ধবির”তি। তবে ইরান ও ইসরা”য়েলের মতো মূল কুশীলবরা “না থাকায় এই লক্ষ্য অ”র্জনের সম্ভাবনা কম বলে জানিয়েছে” বিবিসি। ফিলিস্তিনে”র স্বাধীনতাকামী সংগঠন” হামাসকে সহায়তা দি”য়ে থাকে মধ্যপ্রাচ্যের

 

অন্যতম প্রভাবশালী” দেশ ইরান”।গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরা”য়েলে নজিরবিহীন হাম”লার জবাবে সেখানে টানা বিমান” হামলা চালাচ্ছে ইসরা”য়েল। ইসরায়েলের টানা বোমাবর্ষণে এ”খন পর্যন্ত গাজায়” চার হাজারের বেশি

 

ফিলিস্তিনি নি”হত এবং ১২ হাজারে”র বেশি আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম “তীরে ইসরায়েলি হামলা”য় নিহতের সংখ্যা ৮৪ জনে দাঁড়ি”য়েছে। অন্যদিকে হামাসে”র হামলায় ইসরায়েলে এক হাজরে”র বেশি মানুষ নিহ”ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *