জানা গেল তৃণমূল বিএনপি নির্বাচনে যাবে কি না

জনগণ সুষ্ঠুভা’বে ভোটাধি’কার প্রয়োগ ‘করতে পারলে আগামী’ জাতীয় সংসদ’ নির্বাচনে তৃণমূল’ বিএনপি অংশ নেবে বলে ‘জানিয়েছেন দলটি’র চেয়ারপারস’ন শমসের মবিন’ চৌধুরী।বুধবার (৮ ন’ভেম্বর) দুপুরে জা’তীয় প্রেস ক্লাবে তৃ’ণমূল বিএনপিতে ‘যোগদান ও আ’লোচনা

অনুষ্ঠানে শমসের ‘মবিন এ কথা ব’লেন।শমসের মবিন বলেন, আম’রা নির্বাচনের জন্য প্রস্তুতি ‘নিচ্ছি। আশা করছি, ৩০০ সংসদী’য় আসনে ‘প্রার্থী দিতে পারব।বিএনপির সাবেক এ ‘নেতা বলেন, আম’রা জ্বালাও-পোড়াও, আগুনসন্ত্রাসে ‘বিশ্বাসী নই। ‘আগুনসন্ত্রাস করে কোনো সমাধান আ’সে না। একই স’ঙ্গে আমরা লগি-

বৈঠার তাণ্ডবও চাই না। অনু’ষ্ঠানে দেশের ‘বিভিন্ন জেলা থেকে বিএনপি ও জাতীয় পার্টিসহ’ বিভিন্ন রাজ’নৈতিক দল থেকে কয়েকডজন সাবেক নেতা’ তৃণমূল বিএনপি’তে যোগদান করেন। তবে অবসরপ্রা’প্ত কর্নেল সাব্বির ‘আহমেদ’ ছাড়া বাকিরা ‘তেমন পরিচিত নন।বিএনপির

চলমান’ অবরোধ কর্মসূচি’র প্রসঙ্গ টেনে তৃণমূল বিএনপির মহাসচি’ব অ্যাডভোকেট ‘তৈমূর আলম খন্দকার বলেন, আমি ‘একসময় বিএনপি’র রাজনীতি করেছি। সবাই জ্বালাও’-পোড়াওয়ের স’ঙ্গে জড়িত নয়। এজন্য সবাইকে ঢালাও’ভাবে দোষারোপ’ করা ঠিক হবে না। যারা

প্রকৃতপক্ষে জড়িত’ তাদের বিরুদ্ধে’ ব্যবস্থা নিতে হবে।তৃণমূল বিএনপির রাজনী’তি প্রসঙ্গে তিনি’ বলেন, তৃণমূল বিএনপির রাজনীতি এমন ‘হবে- কেন্দ্র যা’বে তৃণমূলের কাছে। জনগণের কল্যাণই’ হবে আমাদের ‘রাজনীতির

প্রধান লক্ষ্য।অনুষ্ঠানে দলের ‘সিনিয়র ভাইস চে”য়ারপার্সন মেজর (অব.) ডা. শেখ হা’বিবুর রহমানস’হ তৃণমূল বিএনপিতে সদ্য যোগদান করা নে’তারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *