জানা গেল তপশিল ঘোষণার সময়

আসন্ন দ্বাদ’শ জাতীয় সং’সদ নির্বাচনের তপশিল ঘোষণার হতে’ পারে বু’ধবার। কাল বিকেল ৫টায় তপশিল ইস্যুতে

বৈঠকে ‘বসবে প্রধা’ন নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল’ আউয়ালের নে’তৃত্বাধীন নির্বাচন কমিশন। বৈঠকে

সব ঠিক’ থাকলে সন্ধ্যা’ সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ‘সিইসি। মঙ্গল’বার (১৪ নভেম্বর) নির্বাচন

কমিশন’ থেকে এ ‘তথ্য জানা গেছে। ইসির ঘোষণা অনুযায়ী’ নভেম্বর মা’সের প্রথমার্ধের বাকি আছে বুধবার

(১৫ নভে’ম্বর) পর্যন্ত’। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার ‘অথবা বৃহস্প’তিবার তপশিল ঘোষণার একটা

সম্ভাব’না আছে। তপ’শিল ঘোষণাকে কেন্দ্র করেও ইসির নিরাপ’ত্তা বাড়ানো ‘হতে পারে বলে জানিয়েছেন ইসির দায়িত্ব’প্রাপ্ত কর্মক’র্তারা।এর আগে গতকাল সোমবার

নির্বাচন” কমিশন ‘ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে’ ইসি সচিব ‘মো. জাহাংগীর আলম বলেন, নভেম্বরে’র প্রথমা’র্ধে তপশিল ঘোষণা হবে। প্রথমার্ধের

দিন যেহেতু ‘সামনে আছে’, তাই আপনারা অপেক্ষা করুন।প্রসঙ্গত’, আগামী ‘জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কো’টি ৯৬ লা’খ ৯১ হাজার ৬৩৩ জন। আর

ভোটকে’ন্দ্র রয়েছে ‘৪২ হাজার ১০৩টি। ডিসেম্বরের শেষ থেকে’ ‘আগামী ব’ছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন’ অনুষ্ঠিত ‘হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *