জাতীয় পার্টির সঙ্গে পিটার হাসের বৈঠক, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে’র সহকারী পররা’ষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র পাঠানো চিঠি দিতে পিটার হাস জা'”তীয় পার্টির অফিসে এসেছিলেন ব”লে জানিয়েছেন” দলটির মহাসচিব মুজিবুল

হক চুন্নু। “আজ সোম”বার (১৩ নভেম্বর) বনানীতে দলের কার্যালয় থে”কে পিটার “হাস বেরিয়ে যাওয়ার পর গণমাধ্যমে “এসব জানান” চুন্নু। তিনি বলেন, ওই চিঠিতে

মার্কিন যুক্ত”রাষ্ট্র বাংলাদেশে” অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন” দেখতে চায় “এমন বক্তব্য রয়েছে। চুন্নু বলেন, শুভাকা”ঙ্ক্ষী হিসেবে মা”র্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তি”নি বলেন, বৈ”ঠকে আমাদের চেয়ারম্যান, কো-

চেয়ারম্যা”ন কাজী ফি”রোজ রশীদ ও আমি ছিলাম। তার সঙ্গে “প্রায় ৩০-৪০ মি”নিট কথা হয়েছে। বিভিন্ন বিষয়ে তিনি ক”থা বলেছেন। ত”বে, উনার আসার মূল কারণ হলো-ি চি”ঠিটা হ্যান্ডওভার” করা।রাজনৈতিক পরিস্থিতি

নিয়ে কোনো” কথা হয়েছে “কিনা জানাতে চাইলে তিনি বলেন, ওনার” সাথে অনেক” কথা হয়েছে। সেসব আনঅফিশিয়াল কথাবা”র্তা। মতবি”নিময় হয়েছে। উনি

চিঠিটা পড়লেন, আমরা” শুনলাম। চি”ঠির মূল বক্তব্য হচ্ছে- তাদের সরকার বাংলাদেশে” অবাধ, সু”ষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। নি”রপেক্ষ নির্বাচ”ন নিয়ে

এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির “মহাসচিব বলে”ন, জাতীয় পার্টির পক্ষ থেকে দলগত”ভাবে কোনো” বক্তব্য যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি। কিন্তু ব্রাহ্ম”ণবাড়িয়া, লক্ষ্মীপু”রের উপনির্বাচনে কি সিল মারার দরকার” ছিল? আ”মাদের

সাম্প্রতিক অভিজ্ঞতা তাই সুখকর” নয়। সে কার”ণে মনে করি, এখন পর্যন্ত নির্বাচনের “পরিবেশ তৈ”রি হয়নি। তিনি বলেন, ‌শুভাকাঙ্ক্ষী হিসেবে” তারা সুষ্ঠু নি”র্বাচন চাইতে পারে। তবে নির্বাচন “কেমন হবে, সে”টা আমাদের নিজস্ব

বিষয়। এর আগে সো”মবার (১৩” নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধা”নীর বনানী”তে “জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে যান মার্কিন” রাষ্ট্রদূত পিটা”র ডি হাস। এদিকে বৈঠকের পর ঢাকাস্থ” মার্কিন দূতা”বাসের পক্ষ থেকে বিবৃতি

দেওয়া হয়েছে”। এতে ব”লা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ‘সহাকারী প’ররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র পাঠানো চিঠি জাতীয় পা’র্টির চেয়ার’ম্যানের হাতে পৌঁছে দিতে এসেছিলে’ন পিটার হাস’। চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ‘ অবাধ’, সু ষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এমন’ বক্তব্য রয়েছে। এদিকে পিটার হাস সুষ্ঠু নির্বাচন ‘আয়োজ’নের লক্ষ্যে দেশের বৃহৎ তিন রাজনৈতিক

দলের প্র’তিনিধিদে’র সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূ ‘লক নির্বা’চনের জন্য সংলাপের ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব ‘দিচ্ছে বলে’ বিবৃতিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *