জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ চেয়েছে ইসরায়েল

ফিলিস্তিনি’ সশস্ত্র গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরায়েলে’ হামলা চালায়নি— মঙ্গলবার ””'(২৪ অক্টোবর) নিরাপত্তা পরিষদের বৈঠকে ‘এমন মন্তব্য করেন জাতিসং’ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।তিনি ব’লেন,

 

 

গত ৫৬ বছর ধরে ইসরা’য়েলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা ‘চালিয়েছে।মহাসচিব ‘গুতেরেস নিরাপত্তা পরিষদে এমন মন্তব্য করার পর এ’ নিয়ে ক্ষিপ্ত হয়েছে ই’সরায়েল। তারা মহাসচিবের তাৎক্ষণিক পদত্যাগ দা’বি

 

 

করেছে।’ নিযুক্ত ইস’রায়েলের দূত গিলাড ইরদান মাইক্রো ব্লগিং’ সাইট এক্সে (সাবেক টুইটার) এ’ক পোস্টে গুতেরেসের পদত্যাগের দাবি জা’নিয়ে

 

 

লিখেছেন, ‘আমি তাকে এ মু’হূর্তে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। ইসরায়ে’লের জনগণ ও ইহুদিদের’ বিরুদ্ধে চালানো সবচেয়ে জগণ্য অপরাধের’ প্রতি যারা সহানুভূতি দেখায় তা’দের সঙ্গে কথা বলার কোনো কারণ ও যৌক্তি’কতা নেই।’গুতেরেস এমন মন্ত’ব্য করার পর তার সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে’

 

 

বসবেন না বলে জানিয়েছে’ন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। ‘তিনি এক্সে লিখেছেন, ‘আমি জা’তিসংঘের মহাসচিক আন্তোনিও গুতেরেসে’র সঙ্গে বৈঠক করব না। ৭ অ’ক্টোবরের গণহত্যার পর সমানুপাতিকের কো”নো স্থান নেই। হামাসকে’ অবশ্যই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হতে হবে।’হা’মাস-

 

 

ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা’ নিরাপত্তা পরিষদে গুতেরেস তার বক্তব্যে ব’লেন, ‘এটি স্বীকার করে নিতে’ হবে ইসরায়েলে হামাসের হামলা এমনিতে’ই হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬’ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের মধ্যে’

 

 

রয়েছে।’‘তারা দেখেছে ‘তাদের তাদের ভূখণ্ড স্থিরভাবে গ্রাস করা হয়ে’ছে, তারা সহিংসতায় জর্জরিত ‘হয়েছে, তাদের অর্থনীতির গলা টিপে রাখা

 

 

হ’য়েছে, তাদের বাস্তুচ্যুত করা হয়ে’ছে এবং বাড়ি-ঘর ভেঙে ফেলা হয়েছে। এই ‘রাজনৈতিক সমস্যার যে আশা ‘তাদের ছিল সেটি হারিয়ে যাচ্ছে।’

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *