জাতিসংঘের কর্মীদের ভিসা দিচ্ছে না ইসরায়েল

জাতিসংঘের’ কর্মীদের ভিসা দেও’য়া বন্ধ করে দিয়েছে ইসরায়েল’। বুধবার জাতিসং’ঘে নিয়োজিত ইসরায়েলের স্থায়ী রাষ্ট্রদূ’ত এমন তথ্য জা’নিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক’ প্রতিবেদনে ‘এ তথ্য জানিয়েছে।

 

 

রাষ্ট্রদূত জানান, জা’তিসংঘের নিরাপ’ত্তা পরিষদে মহাসচিবের এক মন্তব্যের পর ‘এমন সিদ্ধান্ত ‘নেওয়া হয়েছে। মহাসচিব বলেন, হামাস ই’সরা’য়েলে শুধু ‘শুধু হামলা করেনি। এরপর থেকে আর কর্মীরা ভি’সা পাচ্ছেন না।

 

 

বু’ধবার জাতিসংঘে নিয়োজিত ইস’রায়েলের ‘স্থায়ী রাষ্ট্রদূত গিলাড এরডান আর্মি রেডিওকে বলে’ন, মহাসচিবে’র এমন মন্তব্যের পর আমরা জাতিসং’ঘের প্রতিনিধিদে’র ভিসা প্রত্যাখ্যান করছি। ইতোমধ্যে ইস’রায়েল জাতিসং’ঘ

 

 

মহাসচিবের মানবিক বিষয় ও জরুরি ‘ত্রাণ কার্যক্রমে’র সমন্বয়ক মার্টিন গ্রিফিতের ভিসা বাতিল করেছে। ‘এখন তাদে’র শিক্ষা দেওয়ার সময় এসেছে বলেও ম ন্তব্য করেন ইসরা য়েলে’র এ রাষ্ট্রদূত।এর আগে মঙ্গলবার জাতি সংঘ

 

 

নিরাপত্তা  পরিষদের বৈঠকে মহাসচিব অ্যান্তো’নিও গুতেরেস’ বলেন, ‘হামাসের হামলা শুধু শুধু হয়নি। ৫৬ বছর ‘ধরে চলা শ্বাসরু’দ্ধকর দখলদারির শিকার হয়েছেন ফিলিস্তিনে’র নাগরিকে’রা। তারা নিজ ভূখণ্ডকে বসতিতে’

 

 

পরিণত এবং সহিং’সতায় জর্জরিত হতে দেখেছেন। ‘এমনকি তারা নি’জেদের বাসভূমি থেকে বাস্তুচ্যুত হয়েছেন এ’বং তাদের ঘরবা’ড়ি ধ্বংস করা হয়েছে। সমস্যা সমাধানে তাদে”র রাজনৈতিক’ভাবে যে আশা তাও তাদের ধূলিসাৎ

 

 

হ’য়ে গেছে।  নিরা’পত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, ফিলি’স্তিনিদের দুর্দশা’র কারণে হামাসের ভয়ংকর হামলা ন্যা’য্যতা পেতে পারে’ না। আর ওই ভয়ংকর হামলার কারণে ফি’লিস্তিনি মানুষদের স’ম্মিলিতভাবে যে শাস্তি দেওয়া হচ্ছে’, তা–ও ন্যায্যতা পায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *