জন্মনিবন্ধনে ‘নাম’ নিয়ে নতুন নিয়ম

জন্মনিবন্ধনে °নাম নিয়ে নতু°ন নিয়মের সি°দ্ধান্ত নিয়েছে জন্ম ও মৃত্যুনি°বন্ধন কা™°র্যা™লয়। এখ°ন থেকে জন্মনিবন্ধন সনদে প্রত্যে°°ক ব্যক্তির নাম কমপক্ষে° দুই শব্দের হ°তে হবে। এর ব্যত্য°য় হলে জ°ন্মনিবন্ধন সনদ

দেওয়া হ°বে না। পাসপো°র্ট তৈরি, বিদে°শে বিভিন্ন সেবা নিতে সমস্যা °হওয়ায় এ °সিদ্ধান্ত নেওয়া °হয়েছে।বিষয়টি আজ রো°ববার (৫ ন°ভেম্বর) সংবাদমাধ্য°মকে জানিয়েছেন° জন্ম ও মৃ°ত্যুনিবন্ধন কা°র্যালয়ের রেজিস্ট্রার

জেনারেল °মো. রাশেদুল °হাসান।তিনি° বলেন, ‘জন্ম°নিবন্ধনে প্রত্যেকে°র নাম কমপ°ক্ষে দুই শব্দবিশিষ্ট হতে হবে। °এখন° থেকে সখিনা,° মর্জিনা বা রশিদ- এ ধরনের এ°ক শব্দের না°মে আর জন্মনিবন্ধ°ন সনদ ইস্যু করা হবে° না। নাম দু°ই শব্দবিশিষ্ট যে°মন- সখিনা বেগম

বা স°খিনা খাতুন, °আব্দুর রশিদ বা °মো. আব্দুর রশিদ সরকার এ°ভাবে লিখতে হ°বে।রাশেদুল °হাসান বলেন, ‘জন্মনি°বন্ধন ব্যক্তির° প্রথম ও প্রাথমিক° নিবন্ধন। জন্মনিবন্ধন° সনদ ব্যক্তির° ও ব্যক্তির পি°তা-মাতার পরিচয় °বহন করে। এ নি°বন্ধনের ওপ°র ভিত্তি করে

ব্যক্তিজী°ব°নের পরবর্তী সব °নিবন্ধন হয়ে° থাকে। তাই শুধু ডাকনা°ম বা এক শ°ব্দবিশিষ্ট নাম উ°ল্লেখ করে জন্মনিবন্ধ°ন করা যাবে না°।’জন্মনিব°ন্ধন আইন করা হয় ২০০৪ সা°লে, যা কা°র্যকর হয় ২০০৬ সা°লে। পাসপোর্ট ইস্যু, বিবাহ°নিবন্ধন, শিক্ষা°প্রতিষ্ঠানে ভ°র্তি, ড্রাইভিং

লাইসেন্স° নেওয়া, জ°মি রেজিস্ট্রেশন°সহ বিভিন্ন কাজে জন্মনিবন্ধ°ন সনদ করা °হয়েছে বাধ্য°তামূলক। শুরুর দিকে হাতে ™লিখে জন্ম°নিবন্ধন সনদ° দে°ওয়া হতো। পরে ২০১০ সালের™ শেষে °ডিজি™টাল প™দ্ধতি অনলাইনে আবেদন করা°র মাধ্যমে° জন্মনিবন্ধ°ন সনদ দেওয়া শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *