‘জনগণের দেয়া প্রতিটি ভোট আমানত…’

জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম তথা নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্র দখলে নিতে হবে। ফল প্রকাশ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে। জনগণের দেয়া প্রতিটি ভোট আমানত মনে করে রক্ষা করতে হবে। এখন থেকেই সর্বশক্তি দিয়ে নির্বাচনের কাজ চালিয়ে যেতে হবে।’

মঙ্গলবার রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার সমাবেশে তিনি এই বক্তব্য দিয়েছেন বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। তিনি রাজশাহী-১ আসনের সাবেক এমপি।

সমাবেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত।

মুজিবুর রহমান রাজশাহীর নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ফলপ্রসূ করতে জনগণকে সঙ্গে নিয়ে সকল প্রস্তুতি নিতে হবে।’

রাজশাহী পশ্চিমের আমির অধ্যাপক আবদুল খালেকের সভাপতিত্বে মুজিবুর রহমান আরও বলেন, এ বছর আন্দোলন ও নির্বাচনের বছর। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সব স্তরের জনশক্তিকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। রাজশাহী ইসলামী আন্দোলন ও নির্বাচনের উর্বর এলাকা। এক দফার আন্দোলনে জানমাল বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে হবে।

এ দিকে মঙ্গলবার বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির অভিযোগ করেছেন, দলের আমির ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক কারাবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ কর্মসূচি ঠেকাতে পুলিশ নেতাকর্মীদের ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করছে। নেতাকর্মীদের বৃদ্ধ বাবা-মা ও শিশুদের ভয়ভীতি দেখাচ্ছে। নওগাঁ পশ্চিম সাংগঠনিক জেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানন, নরসিংদী জেলা বায়তুল মাল সেক্রেটারি সাইয়েদুজ্জামানকে গ্রেপ্তার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বারবার বাধা দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। সরকার বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি নেই। তাই ক্ষমতা হারানোর ভয়ে জামায়াতসহ বিরোধীদলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *