ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি

নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলাকালে মারামারিতে জড়িয়ে পড়েছে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষ। তবে এ ঘটনাকে সাধারণ ছাত্রদের মধ্যে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন ছাত্রলীগের নেতারা।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীনদের নিজেদের গ্রুপে ভর্তির আমন্ত্রণ জানায় মহসিন কলেজ ছাত্রলীগের একাধিক গ্রুপ। এ সময় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের নেতাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গ্রুপের নেতাকর্মীরা।

চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, দুপুরের দিকে মহসিন কলেজে ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম দাবি করেছেন, ঘটনাটি ছাত্রলীগের নেতাদের মধ্যে নয়। ব্যক্তিগত সমস্যা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা। এটা ব্যক্তিগত সমস্যা।

তিনি বলেন, আজকে কলেজে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাগজপত্র জমা নেওয়ার কার্যক্রম চলছিল। বাইরে থেকে অনেক লোকজন, স্টুডেন্ট গেস্ট আসছে। কেউ কাউকে চেনে না। তারা এক পর্যায়ে কথা বলতে গিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এ সময় কথা কাটাকাটি হয়েছে। এখানে দ্বন্দ্বের কোনো বিষয় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *