ছাত্রলীগের কমিটি নিয়ে র*ক্ত*ক্ষয় সংঘর্ষ

শ্রীমঙ্গল উপজে”লা পৌর ও কলেজ ছা’ত্রলীগের নতুন কমিটির নানা পদে বি তর্কিতদের নি’য়ে আনন্দ মিছিলকে ঘিরে গত মঙ্গ’লবার (১৭ অক্টোবর) সন্ধ্যা’য় নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সং’ঘর্ষ হয়।

 

 

এতে উপজেলা ‘ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমা’ন সুজাত ছুরিকাহত হ’য়ে সিলেট ওসমানী মেডিকেল’ কলেজ হাসপাতালে ‘চি”কিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও আরও” ৭ জন আহত হ”য়ে শ্রী’মঙ্গল ও মৌলভীবাজার “সদর

 

 

হাসপা’তালে” ভর্তি হয়েছেন। এ নি’য়ে উপজেলা”য় থমথমে পরিস্থি’তি বিরাজ করছে।’ পাল্টা হামলার আশঙ্কায় শহরের” ব্যবসায়ী ও’ সাধারণ মানুষের’ মধ্যে আতঙ্ক “দেখা দিয়েছে। পুলি’শ জানায়, পরি’স্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে

 

 

অতিরিক্ত “পুলিশ মোতায়েন’ করা হয়েছে। এ ঘটনায় বুধ’বার (১৮ অক্টোবর’) উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ‘মো. সালাত মিয়া, সাংগঠ’নিক সম্পাদক মো. সাজ্জাদ মিয়া,” যুগ্ম সাধারণ সম্পা’দক মাহ”বুবুল আলম শিমুল”সহ

 

 

উপজেলা, পৌর ও সরকারি কলেজ” কমিটির ১২ জন” কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি”-সাধারণ সম্পাদক ব”রাবরে লিখিত অভিযোগ প্রেরণ ক”রেন।অভিযোগে উল্লেখ “করা হয়, বিলুপ্ত কমিটির দেড় বছর “পর জেলা ছাত্রলীগের

 

 

“সভাপতি-সাধারণ সম্পাদক গ”ত ১৬ অক্টোবর শ্রীম”ঙ্গল উপজেলা পৌর ও কলেজ ছাত্রলী”গের আংশিক” কমিটির অনুমোদন দেয়। এ ৩ কমিটি”তেই বিতর্কিত, নিষ্ক্রিয় ও অছা”ত্রদের স্থান দেওয়া হয়েছে”। কমিটিতে স্থান পাওয়া

 

 

অনেকে” বিভিন্ন অপকর্মে জড়িত “থাকার অভিযোগ রয়েছে। অ”ছাত্র সাইদুর রহমান সুজাত”কে উপজেলা সভাপতির প”দ দেওয়া হয়েছে। তার বিরু”দ্ধে কিশোরী অপহরণের অ”ভিযোগ রয়েছে। ২৯ বছরের বেশি ব”য়সে

 

 

ছাত্রলীগে থা”কতে পারবেন না, সংগঠনের এমন নিয়ম “থাকলেও” সুজাতের বর্তমান বয়স ৩৪। সেক্রেটারি আকাশ” রঞ্জন দেবে”র বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি”র অভিযোগ। পড়ালে”খার পাঠ চুকিয়ে তিনি বর্তমানে” ঠিকাদারি পেশায়

 

 

নিয়োজি”ত রয়েছেন। সহসভা”পতি পদে স্থান পাওয়া হা”য়দার শাখাওয়া”ত সস্ত্রীক লন্ডন প্রবা”সী। সাংগঠনিক স”ম্পাদক জাহিদ হা”সানও দীর্ঘদিন ধরে প্রবাসী”। ২০১৯ সা”লে ৮ মে মোটরসাইকেল চুরির অভিযোগে “হবিগঞ্জ

 

 

ডিবির” হাতে আটক হয়েছেন বর্তমান উপজে”লা কমিটির যুগ্ম “সাধারণ সম্পাদক ফয়সল আহমদ। আরেক “যুগ্ম সম্পাদক “মোহন মিয়া ও ছাত্রীবিষয়ক সম্পা”দক ফারজানা “সুমেল বিবাহিত আর উপছাত্রীবিষয়ক” সম্পাদক সাহানা

 

 

সু”লতানা বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। পৌর ছাত্রলীগের” সহ-সভাপতি রতন দাশ দীর্ঘদিন”” ধরে ডেনমার্কে বসবাস “করছেন, আর সাংগঠনিক সম্পাদক পদবি পাওয়া” জুবেল আহমেদ বিবাহিত”। কলেজ শাখার সভাপতি “আজিজুর

 

 

রহমান নাঈম সক্রিয় র”য়েছেন ঠিকাদারি ব্যব”সায়। তার প্রতিষ্ঠানের নাম মেসার্স “আমির এন্টা”রপ্রাইজ। কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ই”সলাম সাইফ বিবাহিত আর সম্পাদক সাগ”র মিয়া বিরুদ্ধে মাদক সে”বনের অভিযোগ

 

 

রয়েছে বলেও কেন্দ্রে পাঠানো প”ত্রে অভিযোগ করা হয়।এ বিষয়ে সাধারণ সম্পাদক” আকাশ রঞ্জন দেব জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজি”র অভিযোগ সত্য না। বর্তমানে তিনি ডিগ্রিতে” পরীক্ষার্থী “বলে জানান। তি”নি বলেন, উপজেলা

 

 

সহসভাপতি মো. সালাত, “কলেজ স”হসভাপতি নাইমুর রহমান “নাঈম, যুগ্ম সম্পাদক মাহ”বুবুল আলম শিমুল, নাহিদ ও তাদের অনুসারীরা ককটেল, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে এ হামলা করে।তিনি আ”রও বলেন, কমিটি গঠনে

 

 

অনেকেই প্রার্থী হয়। জেলা যাদের “যোগ্য মনে করেছে তারাই কমিটিতে স্থান পেয়েছে। “যারা স্থান পায়নি তারা এসব ভুয়া তথ্য হাজির করে কমিটি” বাতিলের দাবি করছে।উ”পজেলা সহস”ভাপতি সালাত মিয়া ব”লেন, উপজেলা

 

 

সভা”পতি সেক্রেটারিকে জানান, আনন্দ মিছিলে রাষ্ট্রবিরোধী “ও শেখ হাসিনার বিরুদ্ধে অতীতে “যারা কর্মসূচি পাল”ন করেছেন এমন “লোকও আমাদের” কমিটিতে স্থান “পেয়ে আনন্দ মিছিলে” আসছে। এদের

 

 

আমরা প্রতিরোধ ক”রবো। এ কথা বলার পরই উপজেলা””য় আমাদের ওপর” হামলার ঘটনা ঘটে। সালাত বলেন, কমিটিতে বিবাহিত “বিতর্কিত অনেকেই আছেন”। তার মধ্যে ছাত্র”দলের কর্মী “পর্যন্ত রয়েছে। উপজেলা ছাত্রলীগের ১ম

 

 

সহসভা”পতি আশরাফ চৌধুরী ফাহিম এর আগে ছাত্রদল করতে”ন। এর আগে আমাদের বলা হয়ে”ছিল ভালো একটা এমাউন্ট” রেডি রাখো। যার যত এমাউ”ন্ট ভালো হবে তার পদ তত উপ”রে দেওয়া হবে।এদিকে “মঙ্গলবারের সংঘর্ষের

 

 

পর শহরের “বিভিন্ন সড়কে ছাত্রলীগে”র নেতাকর্মীরা মিছিল বের করেন। “সেখানে নবগঠিত কমি”টি বাতিল করার দাবি জানান।” এতে শহরের যান চলাচলে ব”ন্ধ হয়ে যায়। শহরের হবিগঞ্জ “সড়কের অনেক দোকানপাটে”র শাটার বন্ধ করে

 

 

দেন ব্যবসায়ী”রা। পরে পুলিশ ঘটনাস্থ”লে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ” বিষয়ে জেলা ছা”ত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম “আমিন ও সাধারণ” সম্পাদক মো.

 

 

মাহবুব আলমের সঙ্গে কথা “বলতে বুধ”বার বিকেলে মোবাইল ফোনে একাধিকবার “ফো”ন দিলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *