গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন সিদ্ধান্ত

গাজা উপত্যকা’র উত্তরাঞ্চল থেকে বা’সিন্দাদের সরে যাওয়ার সুযো’গ করে দিতে গাজায়’ চলমান যুদ্ধে দৈনিক চার ঘণ্টার বিরতি’তে রাজি হয়েছে ‘ইসরায়েল।বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টা’র্স এ তথ্য নিশ্চিত ‘করেছে।যুদ্ধ বিরতির বিষয়ে হোয়াই’ট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক

মুখপাত্র জন কিরবি বলেন, ইসরায়েল আমাদের ‘জানিয়েছে যুদ্ধ ‘ বিরতির সময়কালে’ ওই এলাকায় কোনো ধরনে’র সামরিক অভি’যান হবে না। এই প্রক্রিয়াটি আজ থেকেই শু’রু হচ্ছে। সম্প্রতি এ’ বিষয়ে মার্কিন এবং ইসরায়েলের উ’চ্চপদস্থ কর্মকর্তাদের ‘মধ্যে আলোচনা

হয়েছে। এ ছাড়া ই’সরায়েলের প্রধা’নমন্ত্রী নেতানিয়াহু এ বিষয়টি নিয়ে’ মার্কিন প্রেসিডেন্ট’ জো বাইডেনের সাথেও আলোচনা করে’ছেন।ইসরাইলের ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বু’ধবার সন্ধ্যায় জোর’ দিয়ে বলেছেন, বন্দিদের মু’ক্তি ছাড়া গাজায় কো’নো যুদ্ধবিরতি হবে না।

তবে কতজন ‘বন্দিকে মুক্তি দেওয়া’ হবে, সে ব্যাপারে তিনি কিছু বলেননি। ব’ন্দিদের জাতী’য়তার ব্যাপারে কোনো অগ্রাধিকার ‘দেওয়া হচ্ছে কিনা ‘তাও জানা যায়নি।এদিকে, ইসরায়েল ‘জানিয়েছে, গাজায় ‘স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত” তাদের ৩১ সেনা’ নিহত হয়েছে। এ সময়

আহত হয়েছে ‘আরও অন্তত “২৬০ সেনা।এদিকে গাজায় স্থল অভিযা””ন চলাকালে ইসরায়ে’লের ১৩৬ সামরিক যান ধ্বংসের দা”বি করেছে ফিলি’স্তিন। হামাসের সামরিক শাখা জানিয়েছে, ‘তারা গাজায়’ স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ই”সরায়েলের ১৩’৬ সামরিক যান ধ্বংসের

তালিকা ন”থিভুক্ত করেছে।সাম”রিক শাখার মুখপাত্র আবু উবায়দা আল” আকসা টিভি”তে বক্তৃতাকালে বলেন, আমরা ই”সরায়েলের “সেনাবাহিনীর ১৩৬ যান ধ্বংস করেছি। এগু”লোর কোনো”টা আংশিক আবার কোনোটা

পুরোপুরি “ধ্বংস করা “হয়েছে। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর” পর থেকে” এসব যান ধ্বংস করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *