গা’জায় প্রথম স্থল অ’ভিযান চালাল ই’সরায়েল

হামাস ‘নিয়ন্ত্রিত এলাকা গাজায় প্রথম ‘দফায় ‘নিয়ন্ত্রিত’ স্থল অভিযান চালিয়েছে ‘ইসরায়েল। স্থানীয় সময় গতকাল :বিকেলের দিকে ইসরায়েলি বা’হিনী থেমে থেমে গা’জা সীমান্তের কাছে বেশ কয়েকটি জায়গায় এই ‘অভিযান চালায়। ইসরায়েলি: সশস্ত্রবাহিনীর বরাত দিয়ে ‘রুশ সংবাদমাধ্যম আরটির এ:ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সশ’স্ত্রবাহিনী এই অভিযানকে ‘স্থানীয় ‘অভিযান’ বলে আখ্যা দিয়েছে। সামা’জিক যোগাযোগমাধ্যম এ’ক্সে (সাবেক টুইটার) ইসরায়েলি ‘প্রতিরক্ষাবাহিনীর অ্যাকা’উন্ট থেকে শেয়ার করা এক পোস্টে বলা হয়েছে, গাজা উপত্যকায় এই অভিযান চালানো হয়েছে মূ’লত ‘সন্ত্রাসবাদীদের এ’লাকা থেকে অস্ত্র উদ্ধার করে তাদের সরিয়ে দিয়ে সেই এলাকাকে পরিষ্কার করার লক্ষ্যে।’

অভিযানে ইস’রায়েলি সশস্ত্রবাহিনীর পদাতি’ক ও সাঁজোয়া বাহিনীর সদস্য’রা অংশ নিয়েছে উল্লেখ করে’ এক্সের পোস্টে দেশটির প্রতিরক্ষাবা’হিনীর অ্যাকাউন্টে বলা হ’য়েছে, ‘পদাতিক ও সাঁজোয়াবাহিনীর স’দস্যরা এসব অঞ্চলগু’লোতে অভিযান চালিয়েছে মূলত এ’সব অঞ্চলে লুকিয়ে থা’কা সন্ত্রাসী, তাদের অবকাঠামো ও বিভিন্ন সেলগুলো শনাক্ত করার জন্য।’

ইসরায়ে’লি প্রতিরক্ষাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যা ডমিরাল দানিয়াল হ্যাগারি বলেছেন, এই অভিযানে বি’শেষ করে হামাস এবং অন্যান্য শ’ত্রুদের কাছে থাকা অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল বা ক্ষেপণাস্ত্রের মজুত খুঁজে বের করার জন্য চা’লানো হয়েছিল। ইসরায়েলি সংবাদমাধ্য’ম জেরুজালেম পো স্ট জানিয়েছে, লেফটেন্যান্ট কর্নেল শিমন পুত্রাবানির নেতৃত্বে একটি দল গাজা-ইসরায়েল সীমান্তে’র কাছ’ থেকে একদল: নিখোঁজ ইসরায়েলির মরদেহ উদ্ধার করেছে।

এর আগে গত বৃহস্প’তিবার ইসরায়েলি ‘সশস্ত্রবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল’ রিচার্ড হেক্ট জানিয়েছিলেন, ই’সরায়েলি বাহিনী স্থল অভিযানের জন্য প্র’স্তুত। তবে সরকার এখনো অভিযানের আনুষ্ঠানিক অনুমতি দেয়নি।

এদিকে, ইসরা’য়েলি প্রধানমন্ত্রী দেশটির সশস্ত্রবা’হিনীর স্থল অভিযানের বিষয়টিকে ই’ঙ্গিত করে বলেছেন, ‘কেবল শুরু হলো।’ এ সময় তিনি হামাসকে ‘নির্মূল করার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেন। ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রম’ন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে যৌথভাবে দে’ওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু’ বলেন, ‘সামনে অনেক ক’ঠিন দিন আসছে সামনে কিন্তু ইসরায়েলি বাহিনী বর্বর হামাসকে গুঁড়িয়ে দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *